গোপালগঞ্জ: বিজয় দিবস উপলক্ষে গোপালগঞ্জে অনুষ্ঠিত হয়ে গেল গীতি-নাট্য ‘ইতিহাস কথা কও’। এই ভূখণ্ডের স্বাধীনতা এবং সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াই সংগ্রামের কাহিনী অবলম্বনে মাহামুদ সেলিম রচিত ও নাজমুল ইসলামের নির্দেশনায় এই গীতি-নাট্য পরিবেশিত হয়।
বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) বিকালে স্থানীয় শেখ মনি মিলনায়তনে গোপালগঞ্জ উদীচী শিল্পী গোষ্ঠী এই অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শাহিদা সুলতানা। উদীচী শিল্পীবৃন্দ এই গীতি নাট্য পরিবেশন করেন। গীতি-নাট্যে রয়েছে প্রাচীন বঙ্গ, সমতট, হরিকেল, রাঢ়, বরেন্দ্র প্রভৃতি জনপদ।
গোপালগঞ্জের বিভিন্ন শ্রেণি পেশার মানুষ এই পরিবেশনা উপভোগ করেন।
বাংলাদেশ সময়: ০৪৫৯, ডিসেম্বর ২৫, ২০২০
জেআইএম