ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

আসছে ইরফান খানের শেষ সিনেমা ‘দ্য সং অব স্করপিয়নস’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৪ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২০
আসছে ইরফান খানের শেষ সিনেমা ‘দ্য সং অব স্করপিয়নস’ সিনেমার পোস্টারে ইরফান খান

২০২০ সালে বলিউড হারিয়েছে ইরফান খানের মতো শক্তিমান অভিনেতাকে। তার অগণিত ভক্তদের জন্য অভিনেতার সর্বশেষ উপহার ‘দ্য সং অব স্করপিয়নস’ সিনেমা মুক্তি পাবে আগামী বছরেই।

 

বলিউডে ইরফান খানকে হারানোর শূন্যতা পূরণ হবার নয়। নিউরো এন্ডোক্রিন টিউমার বাসা বেঁধেছিল তার শরীরে। চিকিৎসার জন্য দীর্ঘদিন বিদেশে ছিলেন। ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে মুম্বাই ফিরেছিলেন। তারপর ২৯ এপ্রিল সব শেষ। চলচ্চিত্র হারালো শক্তিমান এক অভিনেতাকে। এখনও সিনেপ্রেমীদের কাছে ইরফান খান মানেই অভিনয়ের উজ্জ্বল উদাহরণ। তবে তার অভিনয় দেখা এখনও বাকি দর্শকদের।  

অভিনয়ের মধ্য দিয়ে ফের পর্দায় উঠে আসবেন ইরফান। ২০২১ সালেই মুক্তি পাবে অভিনেতা ইরফান খানের শেষ সিনেমা ‘দ্য সং অফ স্করপিয়নস’। সোমবার (২৮ ডিসেম্বর) প্রকাশ্যে এলো সিনেমাটির মোশন পোস্টার।

প্রবাসী পরিচালক অনুপ সিংয়ের তৈরি এই সিনেমাটির প্রেক্ষাপট রাজস্থানের এক স্করপিয়ন সংগীতশিল্পীর কাহিনি। ইরফান ছাড়াও সিনেমাতে অভিনয় করেছেন ইরানি অভিনেত্রী গোলশিফতে ফারহানি। শোনা যায়, ফরাসি ম্যাগাজিনের জন্য নগ্ন ফটোশুট করায় ইরানে এই অভিনেত্রীর প্রবেশ নিষিদ্ধ। আপাতত তাকে বলিউডের ইরফানের পাশে অভিনয় করতে দেখা যাবে। এছাড়াও ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যেতে পারে ওয়াহিদা রহমানকে। দেখা যাবে তিলোত্তমা সোম, শশাঙ্ক অরোরা, সারা অর্জুন, শেফালি ভূষণকেও।

ভারতীয় সংবাদমাধ্যম জানায়, ২০১৫ সালে ‘দ্য সং অব স্করপিয়নস’ সিনেমাটির শুটিং করেছিলেন ইরফান। ইতোমধ্যে সুইজারল্যান্ডের লোকার্নো চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হয়েছে। ভারতে বছরের শুরুতেই বড়পর্দায় মুক্তি পাবে সিনেমাটি।  

ইরফান-তিলোত্তমা অভিনীত ‘কিসসা’ সিনেমাটিও পরিচালনা করেছিলেন অনুপ। সেই সিনেমার ছবি শেয়ার করে স্মৃতিকাতর হয়েছেন তিলোত্তমা সোম। ক্যাপশনে ইরফানকে নিজের ‘গুরু’ আখ্যা দিয়েছেন তিনি। প্রিয় অভিনেতাকে ফের পর্দায় দেখতে দর্শকদের এখন অপেক্ষা। এ যেন নতুন বছরের বড় উপহার!

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২০
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।