ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

বছরের শুরুতেই আলোচনায় ‘ক্যান্ডি ক্রাশ’

নিউজরুম এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৭ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০২১
বছরের শুরুতেই আলোচনায় ‘ক্যান্ডি ক্রাশ’ মেহজাবীন-অপূর্ব

হতাশার ২০২০ সাল পেরিয়ে আশার আলো দেখালো মহিদুল মহিমের নাটক ‘ক্যান্ডি ক্রাশ’। নাটকটির মাধ্যমে নতুন বছরে এসে দর্শকদের তুমুল প্রশংসা কুড়াচ্ছেন অপূর্ব-মেহজাবীন জুটি।

দেশ নয়, বিদেশের দর্শকরাও মুগ্ধতা প্রকাশ করছেন নাটকটি দেখে, যেখানে রয়েছে পশ্চিমবঙ্গ থেকে দিল্লীর জনগণও! ভারতীয় দর্শকদের বেশিরভাগই মন্তব্য করছেন এই বলে, ‘এই নাটকটি দেখে মনে হচ্ছে, ভারতীয় নাটকের চেয়েও কয়েক ধাপ এগিয়ে আছে বাংলাদেশ। ’ 

এর বাইরে অপূর্ব-মেহজাবীন জুটির অসংখ্য ভক্তের উচ্ছ্বাস তো রয়েছেই। ৩ জানুয়ারি সিএমভির ইউটিউব চ্যানেলে উন্মুক্ত হয় মহিদুল মহিমের রচনা ও পরিচালনায় নাটক ‘ক্যান্ডি ক্রাশ’। গেলো ৫ দিনে এটি দেখা হয়েছে ২৫ লাখ ৭৫ হাজার বারেরও বেশি। আর কমেন্ট পড়েছে প্রায় ৮ হাজার। যার বেশিরভাগই পজিটিভ মন্তব্য।

বছরের শুরুতেই এমন সফলতা প্রসঙ্গে অপূর্ব বলেন, ‘আলহামদুলিল্লাহ, বছরটা খুব ভালো একটি কাজ দিয়ে শুরু হয়েছে। নাটকটির জন্য ব্যাপক সাড়া পাচ্ছি। দর্শকরা নাটকটি খুবই পছন্দ করেছেন এবং ব্যক্তিগতভাবে এই নাটকটি আমারও খুব পছন্দের। নির্মাতা ও আমার কো-আর্টিস্ট মেহজাবীন দারুণ সমর্থন দিয়েছেন এতে। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি। নাটকটি না দেখলে দেখার আমন্ত্রণ জানাচ্ছি। ’

মেহজাবীন বলেন, ‘আমাদের পুরো টিমের ইচ্ছা ছিল, নাটকটি যেন বছরের শুরুতেই সম্প্রচার হয়। কারণ, ভারাক্রান্ত একটা বছর পেরিয়ে আমরা নতুন বছরটা শুরু করতে চেয়েছি হাসি-আনন্দ আর মজা দিয়ে। আমরা চেয়েছি, নাটকটি দেখে দর্শক একটু হাসবে, একটু এনজয় করবে। সেই চিন্তা থেকেই কাজটি করা। এখন দেখি আমাদের পরিকল্পনাটি কাজে লেগেছে, তখন মনটা ভালো হয়ে যায়। ’

বাংলাদেশ সময়: ১৭০৭ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০২১
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।