ঢাকা: আবহমান বাংলার চিরায়ত ঐতিহ্য যাত্রাপালা। এদেশের শেকড়ের সঙ্গে মিশে আছে যাত্রা।
শুক্রবার (২৯ জানুয়ারি) বিকেলে একাডেমির জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে শুরু হয় এ আয়োজন। এবারের উৎসবে ২১টি যাত্রাদল অংশ নিয়েছে।
উদ্বোধনী দিনে বেহুলা-লক্ষ্মীন্দরের কাহিনীকে কেন্দ্র করে দেশের ছয়টি যাত্রাদল তাদের নিয়মিত প্রযোজনার ছয়টি যাত্রাপালা পরিবেশন করে। এদিন ময়মনসিংহের ‘দি নিউ আলেয়া অপেরা’ পরিবেশন করে ‘বেহুলা’। একই জেলার ঈশিতা অপেরা পরিবেশন করে ‘বেহুলা লক্ষ্মীন্দর’ দ্যা নিউ রূপা অপেরা পরিবেশন করে ‘বেহুলা সুন্দরী’।
জামালপুরের হীরামন অপেরা পরিবেশন করে ‘নিজাম খুনি’। টাঙ্গাইলের বেহুলা লক্ষ্মীন্দর অপেরা ও একই জেলার ভাসান যাত্রা অপেরা পরিবেশন করে ‘বেহুলা লক্ষ্মীন্দর’।
প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত একাডেমির জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে পরিবেশিত হবে যাত্রাপালা। আসন খালি থাকা সাপেক্ষে সাধারণ দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে এ আয়োজন।
যাত্রাপালা পরিবেশনের মাধ্যমে যাত্রাদল নিবন্ধনের লক্ষ্যে এ যাত্রা উৎসবের দায়িত্বে রয়েছেন নাট্যকলা বিভাগের সহকারী পরিচালক পূর্ণালেক্ষ্য চাকমা। যাত্রাশিল্প উন্নয়ন কমিটির তিনজন সদস্য প্রতিদিনের যাত্রাপালায় উপস্থিত থেকে পরিবেশিত যাত্রাপালাগুলো মূল্যায়ন করবেন। তাদের মূল্যায়নের ভিত্তিতেই যাত্রাদলগুলোকে নিবন্ধন দেওয়া হবে।
বাংলাদেশ সময়: ০২০০ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২১
এইচএমএস/এসআই