ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

চলে গেলেন সংগীতগুরু সঞ্জীব দে

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৫ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২১
চলে গেলেন সংগীতগুরু সঞ্জীব দে সঞ্জীব দে

সংগীতগুরু সঞ্জীব দে আর নেই। আলম আরা মিনু, শাকিলা জাফর, বাপ্পা মজুমদার, আঁখি আলমগীর, দিনাত জাহান মুন্নীর মতো অনেক জনপ্রিয় শিল্পীর সংগীতগুরু ছিলেন তিনি।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাতে নয়াটোলার বাসায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। আনোয়ার খান মডার্ন হাসপাতালে নেওয়ার পথে রাত ১১টায় শেষনিশ্বাস ত্যাগ করেন গুণী এই সংগীতজ্ঞ।

পারিবারিকভাবেই গানের সঙ্গে জড়িত ছিলেন সঞ্জীব। দাদু পেয়ারী মোহন দে ছিলেন বাঁশিবাদক, বাবা মিথুন দে ছিলেন উচ্চাঙ্গসংগীতের নামকরা গুরু। তার মৃত্যুতে সংগীতজগতের অনেকেই শোক প্রকাশ করেছেন।

বাংলাদেশ সময়: ১২২৫ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২১
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।