ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

মুম্বাইয়ে চিত্রায়িত টিনার গানচিত্র আসছে ভালোবাসা দিবসে

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২১
মুম্বাইয়ে চিত্রায়িত টিনার গানচিত্র আসছে ভালোবাসা দিবসে গানচিত্রের দৃশ্যে টিনা রাসেল

প্রথমবারের মতো মুম্বাইসহ ভারতের বিভিন্ন স্থানে চিত্রায়িত হয়েছে সংগীতশিল্পী টিনা রাসেলের একটি গানচিত্র। ‘পারবো না’ শিরোনামের গানটি প্রকাশ পেতে যাচ্ছে আসন্ন ভালোবাসা দিবস উপলক্ষে।

গানটির কথা লিখেছেন গীতিকবি জুলফিকার রাসেল। সুর করেছেন কলকাতার টুনাই দেবাশীষ গাঙ্গুলি এবং ভিডিও নির্মাণ করেছেন বলিউডের বিপ্লব মজুমদার। টিনা রাসেলের নিজের ইউটিউব চ্যানেলে ১৪ ফেব্রুয়ারি এটি প্রকাশ পাবে।

এ প্রসঙ্গে টিনা রাসেল বলেন, বড় ক্যানভাসের এই গানটিতে মডেল হয়েছি আমি নিজেই। মেলোডিয়াস রিদমিক ঘরানার গান এটি। আমার মনে হয়, প্রেমিক-প্রেমিকাদের জন্য ভালোবাসা দিবসের জন্য এটাই হচ্ছে সেরা উপহার!

জানা যায়, ভারতের লোনাভালা, মহাবলেশ্বর ও মুম্বাইয়ের বিভিন্ন লোকেশনে টানা তিনদিন গানটির শুটিং হয়েছে।

টিনা রাসেল সর্বশেষ প্রকাশিত গান ‘চোখের ভেতর’। এছাড়াও সম্প্রতি তিনি পুরস্কৃত হয়েছেন ‘ঐক্য-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস’-এর সেরা দ্বৈতগানের শিল্পী হিসেবে। জুলফিকার রাসেলের কথায় তাহসানের সঙ্গে গাওয়া ‘শেষ দিন’ গানটির জন্য এই স্বীকৃতি পান তিনি।

বাংলাদেশ সময়: ১১৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২১
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।