ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

নিশো-মেহজাবীনের ‘মহব্বত’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৪ ঘণ্টা, মার্চ ৩০, ২০২১
নিশো-মেহজাবীনের ‘মহব্বত’ মেহজাবীন ও অপূর্ব

বর্তমান সময়ের জনপ্রিয় জুটি আফরান নিশো ও মেহজাবীন চৌধুরী নতুন একটি কাজ নিয়ে হাজির হতে যাচ্ছেন। তাদের নিয়ে রুবেল হাসান নির্মাণ করেছেন বিশেষ নাটক ‘মহব্বত’।

মফস্বল শহরের বখাটে যুবক আফরান নিশো। সারাদিন বন্ধুদের নিয়ে আড্ডা দেওয়াই যার মূল কাজ। একই শহরের বিপরীত ঘরানার মেয়ে মেহজাবীন চৌধুরী। যার দুটো চোখ ছাড়া সবই পর্দায় ঢাকা থাকে। হাজি সাহেবের যোগ্য মেয়ে হিসেবে সবাই প্রশংসা করেন তার।

মূলত এমন দুটি বিপরীত স্রোতের চরিত্রেই দেখা যাবে নিশো-মেহজাবীনকে। মেজবাহ উদ্দিন সুমনের চিত্রনাট্যে নাটকটি প্রযোজনা করেছে সিএমভি।

এ প্রসঙ্গে নির্মাতা রুবেল হাসান বলেন, গ্রামে বা মফস্বল শহরে এমন অসংখ্য চরিত্র আমরা প্রতিনিয়ত দেখতে পাই। এসব চরিত্র নিয়ে নেতিবাচক গল্পই বেশি শুনি। তবে এই নাটকের মাধ্যমে বিশেষ একটি দিক তুলে ধরার চেষ্টা করেছি। এতে যেমন ভিন্ন একটি গল্প আছে তেমনি দারুণ একটি বার্তাও আছে দর্শকদের জন্য।

জানা যায়, রমজান মাস শুরুর আগেই বিশেষ চমক হিসেবে এপ্রিলের প্রথম সপ্তাহে ‘মহব্বত’ সিএমভি’র ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে।

বাংলাদেশ সময়: ১৪২৩ ঘণ্টা, মার্চ ৩০, ২০২১
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।