ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

পরিছন্নকর্মী মোশাররফ করিম!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৯ ঘণ্টা, মে ২, ২০২১
পরিছন্নকর্মী মোশাররফ করিম!

সিটি করপোরেশনের পোশাক গায়ে রাস্তায় নেমেছেন মোশাররফ করিম। পরিছন্নকর্মীর দায়িত্ব নিয়ে ঝাড়ু দিয়ে পরিষ্কার করছেন রাস্তায় জমে থাকা আবর্জনা।

 

মোশাররফ করিমের এমন দৃশ্যটি দেখে যে কেউ হয়তো চমকে উঠবেন! তবে এটি কোনো বাস্তব চিত্র নয়। বহুমাত্রিক চরিত্রের এই অভিনেতা এবার ছোট পর্দায় হাজির হতে চলেছেন সুইপার বা পরিছন্নকর্মী রূপে। জুয়েল এলিনের রচনায় জাহিদুর রহমান পরিচালিত ‘কালু সুইপার’ নাটকে এমন চরিত্রে দেখা যাবে মোশাররফ করিমকে।

নাটকটিতে মোশাররফ করিমের সঙ্গে আরও অভিনয় করেছেন তানিয়া বৃষ্টিসহ অনেকে।  

‘কালু সুইপার’-এর গল্পে দেখা যাবে, সিটি করপোরেশনের তালিকাভুক্ত পরিচ্ছন্নতাকর্মী কালু সুইপার। সরকারের বরাদ্দ পাওয়া সুইপার কলোনির এক কামরায় মা, বোন আর বউ নিয়ে তার সংসার। এই এক কামরার সংসারে বসবাস নিয়ে স্ত্রী রাধার যত ক্ষোভ। কালুর কলেজ পড়ুয়া বোনকে উঠতে বসতে কটু কথা শোনায়। একদিন কালুর বোন গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন। আকস্মিক এই শোক সামলাতে না পেরে পক্ষাঘাতগ্রস্ত হয়ে শরীরের একপাশ অচল হয়ে যায় কালুর। রাস্তার মোড়ে কালুর মাকে ভিক্ষা করতে বসায় রাধা। এরপর ঘটনা ভিন্ন দিকে মোড় নেয়।

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ঈদের দ্বিতীয় দিন রাত ৯ টায় ‘কালু সুইপার’ নাটকটি প্রচার হবে মাছরাঙা টেলিভিশনে।

বাংলাদেশ সময়: ১৪৩৯ ঘণ্টা, মে ০২, ২০২১
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।