ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

সজল-হিমির টেলিছবি ‘জাদুঘরের নাম কষ্ট’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০০ ঘণ্টা, মে ৪, ২০২১
সজল-হিমির টেলিছবি ‘জাদুঘরের নাম কষ্ট’ ‘জাদুঘরের নাম কষ্ট’ টেলিছবির পোস্টার

সারা ভালোবাসার মানুষ অপূর্বকে ছেড়ে বাধ্য হয়ে বিয়ে করেছেন জাহিদকে। সারার বাবা হার্টের রোগী, তাই বাবাকে বাঁচাতে ভালোবাসাকে কোরবানি দিতে হয়েছে তাকে।

কিন্তু সংসারে সুখ পান না তিনি।

এদিকে অপূর্ব সারাকে কোনোভাবেই ভুলতে পারেন। ভালোবাসা না পেয়েও সারার জন্য একটি জাদুঘর নির্মাণ করেছেন তিনি! যেটি পৃথিবীতে বিরল।

এমনই ব্যতিক্রমধর্মী একটি গল্পে নির্মিত হয়েছে টেলিছবি ‘জাদুঘরের নাম কষ্ট’। কথাসাহিত্যিক ও সাংবাদিক ইজাজ আহমেদ মিলনের গল্পে এর চিত্রনাট্য করেছেন মিজানুর রহমান বেলাল। পুলক প্রাঙ্গণের প্রযোজনায় নির্মাণ করেছেন পরিচালক আদিত্য জনি।  

টেলিছবিটিতে অপূর্ব চরিত্রে আব্দুন নুর সজল, সারা চরিত্রে হিমি এবং জাহিদ চরিত্রে মারজুক রাসেল অভিনয় করেছেন। এছাড়া অন্যান্য চরিত্রে রয়েছেন মিথিলা, রতন, শায়মা রুশো, আনোয়ার, শোরমী, রুশ খান, পারভীন আকতার প্রমুখ।

বুধবার (৫ মে) দুপুর আড়াইটায় চ্যানেল আইয়ের পর্দায় মাঝদুপুরের টেলিছবি হিসেবে ‘জাদুঘরের নাম কষ্ট’ প্রচার হবে।  

বাংলাদেশ সময়: ২০৫৯ ঘণ্টা, মে ০৪, ২০২১
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।