ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

‘মিশন এক্সট্রিম’: প্রেক্ষাগৃহে ফিরছেন দর্শক

বিনোদন ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১১ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০২১
‘মিশন এক্সট্রিম’: প্রেক্ষাগৃহে ফিরছেন দর্শক ‘মিশন এক্সট্রিম’ দেখে উচ্ছ্বাসিত দর্শকরা

বাংলাদেশসহ বিশ্বের পাঁচটি দেশে একযোগে শুক্রবার (৩ ডিসেম্বর) মুক্তি পেয়েছে বহুল আলোচিত সিনেমা ‘মিশন এক্সট্রিম’। সিনেমাটি মুক্তির পর সাড়া জাগিয়েছে সিনেপ্রেমী দর্শকদের মাঝে।

গতানুগতিক ধারার থেকে বেরিয়ে মানসম্মত সিনেমা দেখার আশা নিয়ে হলে গিয়ে দর্শকরা ফিরছেন উচ্ছ্বাস নিয়ে। এমনটিই দাবি হল মালিকদের।

‘মিশন এক্সট্রিম’ দেশের ৫০টি সিনেমা হলে মুক্তি পেয়েছে। এরমধ্যে রয়েছে দেশের অত্যাধুনিক স্টার সিনেপ্লেক্সের চারটি শাখা। মুক্তির পর কেমন চলছে সেই বিষয়টি জানিয়েছেন স্টার সিনেপ্লেক্সের মিডিয়া ও মার্কেটিং বিভাগের সিনিয়র ম্যানেজার মেসবাহ উদ্দিন আহমেদ।

শনিবার দুপুরে বাংলা নিউজকে তিনি বলেন, সিনেপ্লেক্সে দুর্দান্তভাবে ‘মিশন এক্সট্রিম’র শুরুটা হয়েছে। করোনার পর বাণিজ্যিক সিনেমার মধ্যে টিকিট বিক্রির দিক থেকে ‘মিশন এক্সট্রিম’ সবচেয়ে এগিয়ে। শুক্রবার আমাদের প্রতিটি শাখায় সিনেমাটির প্রায় সব শো হাউজফুল ছিল। দর্শকদের এমন উচ্ছ্বাস অব্যাহত থাকলে আবারও ইন্ডাস্ট্রি ঘুরে দাঁড়াবে

ঢাকা শহর ও সাভারের একাধিক সিনেমা হলসহ দেশের অনান্য মালিকেরা ‘মিশন এক্সট্রিম’-এর প্রায় সব শো হাউজফুল বলে জানিয়েছেন।

পুলিশ অ্যাকশন থ্রিলার ‘মিশন এক্সট্রিম’ সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ। এছাড়া অভিনয় করেছেন তাসকিন রহমান, জান্নাতুল ফেরদৌস ঐশী, সাদিয়া নাবিলা, সুমিত সেনগুপ্ত, রাইসুল ইসলাম আসাদ, ফজলুর রহমান বাবু, শতাব্দী ওয়াদুদ, মাজনুন মিজান, ইরেশ যাকের, মনোজ প্রামাণিক, আরেফ সৈয়দ, সুদীপ বিশ্বাস দীপ, রাশেদ মামুন অপু, এহসানুল রহমান, দীপু ইমামসহ অনেকে।

সানী সানোয়ারের সঙ্গে সিনেমাটি যৌথভাবে পরিচালনা করেছেন ফয়সাল আহমেদ। ‘মিশন এক্সট্রিম’ সিনেমাটি পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট তথা ঢাকা মেট্রোপলিটন পুলিশের ‘সিটিটিসি’র কিছু শ্বাসরুদ্ধকর অভিযান থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত। এর গল্প ও চিত্রনাট্য লিখেছেন নির্মাতা সানী সানোয়ার নিজেই।

বাংলাদেশ সময়: ১৯১১ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০২১ 
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।