ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

সেই বাদাম বিক্রেতাকে সাহায্য করলেন মদন মিত্র

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৫ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২১
সেই বাদাম বিক্রেতাকে সাহায্য করলেন মদন মিত্র ভুবনের সঙ্গে মদন

সামাজিক মাধ্যমে ঝড় তোলা 'কাঁচা বাদাম'র গায়ক বাদাম বিক্রেতা ভুবন বাদ্যকরের পাশে দাঁড়িয়েছেন পশ্চিমবঙ্গের তৃণমূল বিধায়ক মদন মিত্র।

কলকাতার রবীন্দ্র সরোবরে নির্বাচনী প্রচারণার মাঝে ওই বাদাম বিক্রেতার সঙ্গে দেখা হয় মদনের।

সেখানে মদনের কাছে নিজের আর্থিক দুরবস্থার কথা তুলে ধরেন ভুবন বাদ্যকর। এরপর মদন ২০ হাজার রুপি তার হাতে তুলে দেন।  

এদিন রাস্তায় দাঁড়িয়ে দীর্ঘ আলাপে মাতেন তারা। ভুবনের সঙ্গে একসঙ্গে কাঁচা বাদাম গানটিও গেয়েছেন মদন মিত্র। সে সময়কার ভিডিও প্রকাশ পেয়েছে সামাজিক মাধ্যমে।

বাদাম বিক্রেতা ভুবনের বাড়ি ভারতের পশ্চিমবঙ্গের বীরভূমের দুবরাজপুরের কুড়ালজুরি গ্রামে। সেখানকার গ্রামে, বাজারে, মানুষের বাড়ি বাড়ি গিয়ে বাদাম বেচেন তিনি।  

তবে ভাজা বাদাম না বিক্রি করে কাচা বাদাম বিক্রি করেন তিনি। আর টাকা পরিবর্তে বাড়ির অব্যবহৃত পুরনো যন্ত্রাংশ, নষ্ট মোবাইলের যন্ত্রাংশ, ব্যাটারি, হাঁসের পালক, মাথার চুল, সিটি গোল্ডের চেইন, দুল, চুড়ির মতো গহনার বিনিময়ে বাদাম দিয়ে থাকেন ভুবন।

বিক্রি বাড়াতে গান গেয়ে ক্রেতাদের আকৃষ্ট করেন তিনি। আর তার সেই গান সামাজিক মাধ্যমে কেউ একজন প্রকাশ করলেই ভাইরাল হয়ে যায়। এরপরই সব স্তরের মানুষের কাছে পৌঁছে যান ভুবন বাদ্যকর।

বাংলাদেশ সময়: ১১০৪ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২১
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।