বরগুনা: নন্দিত অভিনেতা ও নির্মাতা মীর সাব্বির পরিচালিত প্রথম সিনেমা ‘রাত জাগা ফুল’ ৩১ ডিসেম্বর দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। কিন্তু সিনেমাটির এই তারকার নিজের জেলা বরগুনাতেই মুক্তি পায়নি!
এজন্য বরগুনার শিল্প ও সংস্কৃতিমনা মানুষের মধ্যে চাপা কষ্ট রয়েছে।
‘রাত জাগা ফুল’ সিনেমাটি বরগুনায় প্রদর্শনী করা হবে কী-না প্রশ্নের জবাবে মীর সাব্বির বাংলানিউজকে বলেন, ‘সিনেমাটি তৈরি করতে আমি এক প্রকার যুদ্ধ করেছি। আমার জন্মভূমি বরগুনায় প্রেক্ষাগৃহ না থাকার কারণে শিল্পকলার সহযোগিতায় বিকল্প প্রদর্শনীর মাধ্যমে বরগুনার জনসাধারণের কাছে সিনেমাটি দেখার সুযোগ করে দেবো। ’
২০১৮-১৯ অর্থবছরে সরকারি অনুদান পায় ‘রাত জাগা ফুল’। এর কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন মীর সাব্বির নিজেই। মীর সাব্বির, জান্নাতুল ফেরদৌস ঐশী ও রাশেদ মামুন অপু ছাড়াও এই সিনেমায় অভিনয় করেছেন দিলারা জামান, আবুল হায়াত, শর্মিলী আহমেদ, ফজলুর রহমান বাবু, এজাজুল ইসলাম, নাজনীন চুমকী প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৩১২ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২২
জেআইএম