ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

মোমবাতি জ্বালিয়ে রাজ্জাককে স্মরণ কাঞ্চন-নিপুণ প্যানেলের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৯ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২২
মোমবাতি জ্বালিয়ে রাজ্জাককে স্মরণ কাঞ্চন-নিপুণ প্যানেলের

নায়করাজ রাজ্জাকের জন্মদিন উপলক্ষে মোমবাতি জ্বালিয়ে এক মিনিট নীরবতা পালন করলো চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের কাঞ্চন-নিপুণ পরিষদ। একইসঙ্গে কেক কেটে রাজ্জাকের ৮১তম জন্মদিন উদযাপন করেন তারা।

সোমবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে কাঞ্চন-নিপুণ পরিষদের পক্ষ থেকে এই আয়োজন করা হয়।

সেসময় নায়করাজের আত্মার শান্তি কামনা করে ইলিয়াস কাঞ্চন বলেন, ‘নয়নের সামনে আজ রাজ্জাক ভাই নাই। কিন্তু তিনি আছেন আমাদের সবার অন্তরে। তিনি আমাদের অভিভাবক ছিলেন। শিল্পী সমিতির প্রথম নির্বাচিত সভাপতি। ’ 

তিনি আরও বলেন, ‘তার (রাজ্জাক) সঙ্গে আমার সম্পর্ক কেমন ছিল তা আপনারা সবাই জানেন। অভিনয়ে আসার আগে থেকেই রাজ্জাক ভাইয়ের স্নেহ পেয়েছি। আজ উনার জন্য দোয়া করি। যেখানেই থাকেন, আল্লাহ যেন আপনাকে ভালো রাখেন। ’ 

যোগ করে ইলিয়াস কাঞ্চন বলেন, ‘যে ইন্ডাস্ট্রি আপনি রেখে গেছেন, যে সমিতির দায়িত্ব আপনি পালন করেছেন, আমরাও যেন সেভাবে দায়িত্ব পালন করতে পারি আল্লাহ্‌র কাছে সেই তৌফিক চাইছি। ’

এ সময় ইলিয়াস কাঞ্চন ছাড়াও নিপুণ, রিয়াজ, ফেরদৌস, সাইমন, ইমন, নিরব, শাহানূর, কেয়া, জেসমিনসহ অনেকেই উপস্থিত ছিলেন।

আগামী শুক্রবার (২৮ জানুয়ারি) চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবে ২০২২-২৪ মেয়াদের জন্য। গত দুইবারের মেয়াদের সভাপতি-সাধারণ সম্পাদক মিশা-জায়েদ এবারও পূর্ণ প্যানেলে নির্বাচন করছেন। তাদের বিপক্ষেই লড়বে কাঞ্চন-নিপুণ প্যানেল।

বাংলাদেশ সময়: ২১৩৯ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২২
এনএটি/জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।