ঢাকা, বৃহস্পতিবার, ৩১ শ্রাবণ ১৪৩১, ১৫ আগস্ট ২০২৪, ০৯ সফর ১৪৪৬

বিনোদন

কিংবদন্তি অভিনেত্রী মনিকা ভিত্তি আর নেই

বিনোদন ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০২২
কিংবদন্তি অভিনেত্রী মনিকা ভিত্তি আর নেই মনিকা ভিত্তি

ইতালির কিংবদন্তি অভিনেত্রী মনিকা ভিত্তি আর নেই। ৯০ বছর বয়সে মারা গেছেন ‘কুইন অফ ইতালিয়ান সিনেমা’খ্যাত এ অভিনেত্রী।

বুধবার (২ ফেব্রুয়ারি) এই খবর জানান মনিকার স্বামী রবার্তো রুসো।

মিকালেঞ্জেলো আন্তোনিয়োনি পরিচালিত একাধিক কালজয়ী সিনেমায় অভিনয় করে পরিচিতি ও খ্যাতি পেয়েছিলেন মনিকা। যার মধ্যে ১৯৬০ সালে মুক্তি প্রাপ্ত ‘লা আভেন্তুরা’ (দি অ্যাডভেঞ্চার) অন্যতম। এই সিনেমা রাতারাতি সাফল্য এনে দিয়েছিল মনিকাকে।  

মনিকার জন্ম ১৯৩১ সালের নভেম্বরে ইতালির রোমে। ছোটবেলা থেকেই পারফর্মিং আর্টে ছিলেন দক্ষ তিনি। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন কম বয়সেই আকৃষ্ট হন থিয়েটারে।  

রোমের ন্যাশনাল অ্যাকাডেমি অব ড্রামাটিক আর্টস থেকে পড়াশোনা করেন মনিকা। সেখান থেকেই আন্তোনিয়োনির নজরে পড়েন তিনি। এরপর এই নির্মাতার ‘লা নত্তে’, ‘দি এক্লিপ্স’র মতো আন্তর্জাতিক মানের সিনেমায় অভিনয় করেন মনিকা।  

বাংলাদেশ সময়: ১০৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০২২
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।