ঢাকা, বুধবার, ২১ কার্তিক ১৪৩১, ০৬ নভেম্বর ২০২৪, ০৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

পটুয়াখালীতে ১২ ফুট অজগর উদ্ধার, জঙ্গলে অবমুক্ত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৯ ঘণ্টা, জুলাই ২৫, ২০২৩
পটুয়াখালীতে ১২ ফুট অজগর উদ্ধার, জঙ্গলে অবমুক্ত

পটুয়াখালী: জেলার কলাপাড়া উপজেলায় ১২ ফুট লম্বা একটি বার্মিজ অজগর সাপ উদ্ধার করে জঙ্গলে অবমুক্ত করেছে এনিমেল লাভারস অফ পটুয়াখালীর কলাপাড়া শাখার সদস্যরা।

মঙ্গলবার (২৫ জুলাই) দুপুরে উপজেলা বন বিভাগের সহায়তায় অজগরটি কুয়াকাটার সংরক্ষিত লেম্বুর বনে অবমুক্ত করে উদ্ধার কর্মীরা।

এসময় কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব হাসনাইন, বন বিভাগের খাজুরা বিটের বনকর্মী মো. বাবলু, এনিমেল লাভারস অফ পটুয়াখালীর কলাপাড়া শাখার টিম লিডার রাকায়েত আহসান ও সদস্য কে এম বাচ্চুসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

রাকায়েত আহসান বলেন, গতকাল রাত ১১টার দিকে উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের পূর্ব মধুখালী গ্রামের একটি পরিত্যক্ত ঘর থেকে সাপটি উদ্ধার করা হয়। পরিত্যক্ত ঘরে সাপটি দেখতে পেয়ে স্থানীয়রা আমাদের খবর দিলে আমরা সাপটি উদ্ধার করি। এর আগেও আমরা বেশ কিছু বন্যপ্রাণী উদ্ধার করে বনে অবমুক্ত করেছি।  

বাংলাদেশ সময়: ১৬৪৩ ঘণ্টা, জুলাই ২৫, ২০২৩
আরএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।