ঢাকা, বুধবার, ২০ কার্তিক ১৪৩১, ০৬ নভেম্বর ২০২৪, ০৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

কাপ্তাই জাতীয় উদ্যানে ১১ ফুটের অজগর অবমুক্ত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪০ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২৩
কাপ্তাই জাতীয় উদ্যানে ১১ ফুটের অজগর অবমুক্ত

রাঙামাটি: রাঙামাটির কাপ্তাই জাতীয় উদ্যানে ১১ ফুট দৈঘ্যের একটি অজগর সাপ অবমুক্ত করা হয়েছে। সাপটির ওজন সাড়ে ৯ কেজি।

বুধবার (১৫ নভেম্বর) সকালে পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) সালেহ মোহাম্মদ শোয়াইব খানের নির্দেশে কাপ্তাই রেঞ্জ অফিসার খন্দকার মাহমুদুল হক মুরাদ ও বন বিভাগের কর্মীরা সাপটিকে  অবমুক্ত করা হয়।  

এর আগে গত মঙ্গলবার (১৪ নভেম্বর) রাঙামাটি  সদর উপজেলার তবলছড়ি এলাকার  মো. সাগরের বাড়ি থেকে সদর রেঞ্জ অফিসার আব্দুল হামিদের  নেতৃত্বে বন বিভাগের স্পেশাল টিম অজগর সাপটিকে উদ্ধার করে কাপ্তাই রেঞ্জকে বুঝিয়ে দেন।

বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।