ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

সুন্দরবনে বিষ প্রয়োগে মাছ শিকারের অভিযোগে ২ জেলে আটক 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৮ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২৪
সুন্দরবনে বিষ প্রয়োগে মাছ শিকারের অভিযোগে ২ জেলে আটক 

সাতক্ষীরা: সুন্দরবনে বিষ প্রয়োগে মাছ শিকারের অভিযোগে দুই জেলেকে আটক করেছেন বনবিভাগের কর্মীরা।

সোমবার (১৫ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের কোবাদক স্টেশনের কালিরখাল এলাকা থেকে তাদের আটক করা হয়।

এসময় তাদের কাছ থেকে একটি নৌকা, তিনটি বিষের বোতল ও একটি ভেসাল জাল জব্দ করা হয়।

আটক জেলেরা হলন- খুলনার কয়রা উপজেলার ঘড়িলাল গ্রামের লোকমান খানের ছেলে রইজ উদ্দীন খান (৪৫) ও লুৎফর মোল্যার ছেলে মাছুম মোল্ল্যা (৩৫)।

এদিকে হোগলধারি খাল এলাকায় আরও একটি অভিযান চালিয়ে দুটি নৌকা জব্দ করে বনবিভাগ। এসময় বনবিভাগের সদস্যদের উপস্থিতি টের পেয়ে নৌকায় থাকা জেলেরা সুন্দরবনের ভেতরে পালিয়ে যেতে সক্ষম হন।  

সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক এম কে এম ইকবাল হোসাইন চৌধুরী বলেন, এ ব্যাপারে বন আইনে মামলা দিয়ে আটক ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৩৭ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।