ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

হাতিয়ার ডুবোচরে ভেসে এলো তিমি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৩ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০২৪
হাতিয়ার ডুবোচরে ভেসে এলো তিমি

নোয়াখালী: নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় মেঘনা নদীতে জোয়ারের পানিতে ভেসে এসেছে একটি তিমি।  

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দুপুরের দিকে উপজেলার কাঁঠালিয়া এলাকার মেঘনা নদীতে তিমিটি অবমুক্ত করা হয়।

এর আগে, একই দিন সকালে উপজেলার চর আতাউরের ডুবোচরে তিমিটি দেখতে পান স্থানীয়রা। ওই সময় চরে বিশাল তিমি ভেসে আসার খবরে দেখতে ভিড় জমান সাধারণ লোকজন।  

স্থানীয়রা জানায়, বুধবার (৫ ডিসেম্বর) রাতে জোয়ারের পানিতে তিমিটি উপজেলার চরআতাউরের ডুবো চরে ভেসে আসে। বৃহস্পতিবার সকালে স্থানীয় জেলেরা দেখতে পান কাদা পানিতে প্রায় ৫০ মণ ওজনের তিমিটি আটকে আছে। খবর পেয়ে কোস্টগার্ডের সদস্যরা ঘটনাস্থলে আসে। পরে জেলেদের সহযোগিতায় তারা তিমিটি উদ্ধার করে মেঘনা নদীতে ছেড়ে দেয়। কিন্তু বারবার নদীতে নামিয়ে দেওয়ার পরও এটি পুনরায় তীরের দিকে চলে আসতে থাকে! পরে নদীর গভীর পানিতে নিয়ে তিমিটি অবমুক্ত করা হয়।  

কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. সাব্বির আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, তিমিটি জীবিত অবস্থায় ছিল। তবে লেজের দিকে কিছুটা আঘাত ছিল। ধারণা করা হচ্ছে দলছুট হয়ে ছোট নদীতে এসে আটকা পড়েছিল।  

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।