ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

ঝলমলে রোদেও পঞ্চগড়ের তাপমাত্রা ৯ ডিগ্রির ঘরে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪২ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২৪
ঝলমলে রোদেও পঞ্চগড়ের তাপমাত্রা ৯ ডিগ্রির ঘরে

পঞ্চগড়: টানা কয়েক দিন ধরে হিমালয়ের কোলঘেঁষা উত্তরের জেলা পঞ্চগড়ে তাপমাত্রা ১০ থেকে ১১ ডিগ্রির ঘরে ওঠানামা করলেও তা আজ ৯ ডিগ্রির ঘরে নেমেছে।

রোববার (২২ ডিসেম্বর) সকাল ৯টায় জেলার তেঁতুলিয়া জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

জেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, সকাল থেকে কুয়াশা ছিল না। সকালেই দেখা মেলে ঝলমলে রোদের। তবে দিনের তাপমাত্রা বাড়লেও কমে আসছে রাতের তাপমাত্রা। এতে করে রাতে অনুভূত হচ্ছে শীত। এ সময়টিতে বেড়েছে সাধারণ মানুষের দুর্ভোগ।  

এদিকে জেলায় বাড়ছে শীতজনিত রোগে আক্রান্তের সংখ্যা।  

আবহাওয়া অফিস বলছে, এ জেলা থেকে হিমালয় পর্বত অনেক কাছাকাছি। এজন্য দেশের অন্যান্য জেলার তুলনায় এ জেলায় শীত একটু ভিন্নভাবে নামে। হিমেল হাওয়া বয়ে যাওয়ার কারণে তাপমাত্রা ওঠানামা করে। ফলে কনকনে শীত অনুভূত হয়।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় বলেন, রোববার সকাল ৯টা সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। যা শনিবার (২১ ডিসেম্বর) ছিল ১০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা আরও দুই-একদিনের মধ্যে হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে উত্তরে হিমেল হওয়ার কারণে তাপমাত্রা ওঠানামা করছে।

বাংলাদেশ সময়: ১১৪০ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।