ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

সারাদেশে বৃষ্টি-বজ্রবৃষ্টি দু’দিন 

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৯
সারাদেশে বৃষ্টি-বজ্রবৃষ্টি দু’দিন 

ঢাকা: বঙ্গোপসাগরে মৌসুমের স্বাভাবিক লঘুচাপের কারণে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত হচ্ছে। কোথাও কোথাও বজ্রবৃষ্টির খবর পাওয়া গেছে। আবহাওয়া অফিস বলছে, আগামী অন্তত দু’দিন এ বৃষ্টিপাত চলতে থাকবে।

সোমবার (২৫ ফেব্রুয়ারি) সকাল থেকেই ঢাকায় গুড়ি গুড়ি বৃষ্টিপাত হচ্ছে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় এবং মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

**খুলনায় ফাল্গুনের বৃষ্টিতে ফিরেছে শীত

রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর ও ময়মনসিংহ বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে এবং সেইসঙ্গে বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।  

সারাদেশে দিনের তাপমাত্রা (১-২) ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে ।

পরবর্তী ৪৮ ঘণ্টার আবহাওয়ার অবস্থা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা আছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

বর্ধিত ৫ দিনের আবহাওয়ার অবস্থা সম্পর্কে বলা হয়, এ সময়ের দ্বিতীয়ার্ধে আবহাওয়ার উন্নতি হতে পারে।

বাংলাদেশ সময়: ০৯৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৯
এমআইএইচ/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।