ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

ভোলায় তক্ষক উদ্ধার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২২ ঘণ্টা, এপ্রিল ৭, ২০১৯
ভোলায় তক্ষক উদ্ধার উদ্ধার করা তক্ষক, ছবি: বাংলানিউজ

ভোলা: ভোলায় একটি তক্ষক উদ্ধার করা হয়েছে। রোববার (০৭ মার্চ) সকালে তক্ষকটি অবমুক্ত করা হবে।

শনিবার (০৬ এপ্রিল) দুপুরে ভোলা সদরের ধনিয়া এলাকা থেকে প্রাণীটিকে উদ্ধার করা হয়। পরে পুলিশ ও বন বিভাগের কাছে হস্তান্তর করে স্থানীয়রা।

যার মূল্য কয়েক কোটি টাকা হবে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।

ধনিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এমদাদ হোসেন কবির বাংলানিউজকে বলেন, শনিবার দুপুরে গুলি ব্র্যাক সেন্টার সংলগ্ন এলাকায় একটি তক্ষক দেখেতে স্থানীয় দুই ব্যক্তি সেটিকে ধরে ফেলেন। এ সময় হট্টগোল ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে ভোলা থানা পুলিশ ও বন বিভাগের কাছে এটি হস্তান্তর করা হয়।

ভোলা সদর বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা কামরুল ইসলাম বাংলানিউজকে বলেন, প্রায় ১০ ইঞ্চি লম্বা ও ২০০ থেকে ৩০০ গ্রাম ওজনের একটি তক্ষক উদ্ধার করা হয়েছে। রোববার সকালে প্রাণীটিকে অবমুক্ত করা হবে।

ভোলা জেলা প্রশাসক মাসুদ আলম ছিদ্দিক বাংলানিউজকে বলেন, এটি তক্ষক বলে নিশ্চিত হওয়া গেছে। তক্ষকটি বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। তারা পরীক্ষা-নিরীক্ষা করে সেটির বিষয়ে সিদ্ধান্ত নেবে।

বাংলাদেশ সময়: ০৪১৮ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০১৯
টিএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।