ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

শ্রীমঙ্গলে ফের বিশালাকৃতির ‘শঙ্খিনী’ উদ্ধার

ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২২ ঘণ্টা, মে ২৮, ২০১৯
শ্রীমঙ্গলে ফের বিশালাকৃতির ‘শঙ্খিনী’ উদ্ধার

মৌলভীবাজার: শ্রীমঙ্গলে সাত দিনের ব্যবধানে আবারও সাড়ে ৬ ফুট লম্বা একটি বিশালাকৃতির শঙ্খিনী সাপ উদ্ধার করা হয়েছে। 

সোমবার (২৭ মে) রাতে শ্রীমঙ্গল শহরের পূর্বাশা আবাসিক এলাকা থেকে এই দীর্ঘকায় সাপটি উদ্ধার করেন বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব।  

এর আগে গত ২০ মে ভাড়াউড়া চা বাগানের বধ্যভূমি এলাকা থেকে বিশালাকৃতির একটি ‘শঙ্খিনী’ সাপ উদ্ধার করা হয়েছিল।

 

সজল দেব বাংলানিউজকে বলেন, রাতের অন্ধকারে এ সাপটি লোকালয়ে চলে আসে। দেখতে পেয়ে লোকজন আতঙ্কিত হয়ে আমাকে ফোন করলে আমি দ্রুত ঘটনাস্থলে গিয়ে এটিকে উদ্ধার করি। সাপটি দৈর্ঘ্যে সাড়ে ৬ ফুট।  

মৌলভীবাজার বন্যপ্রাণী বিভাগের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে উপযুক্ত জায়গায় এই সাপটিকে অবমুক্ত করা হবে বলে জানান বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব।  

শঙ্খিনীর অন্য বাংলানাম ‘ডোরা শঙ্খিনী’ বা ‘ডোরা কাল-কেউটে’। ইংরেজি নাম Banded Krait এবং বৈজ্ঞানিক নাম Bungarus fasciatus। এরা এক প্রকারের বিষধর সাপ। এদের প্রধান খাবার মূলত ছোট প্রজাতির সাপ।  

বাংলাদেশ সময়: ০৪১৮ ঘণ্টা, মে ২৮, ২০১৯ 
বিবিবি/এইচএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।