ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

বৃষ্টির পরশে নগরে প্রশান্তি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৯ ঘণ্টা, জুন ১, ২০১৯
বৃষ্টির পরশে নগরে প্রশান্তি

ঢাকা: এমনিতেই চলছে রমজান মাস, তার ওপর চলছিল প্রচণ্ড দাবদাহ। কয়েকদিন ধরে তাই বৃষ্টির জন্য হাঁসফাঁস করছিলো যেন মানুষ। অবশেষে এই তীব্র গরমে পরশ বুলিয়ে গেলো স্বস্তির বৃষ্টি।

শুক্রবার (৩১ মে) রাত পৌনে ৮টার দিকে রাজধানীর বসুন্ধরা, বারিধারা, উত্তরা, বনানীসহ বেশ কিছু এলাকায় এ বৃষ্টি নামে। বর্ষণের সঙ্গে হালকা বাতাস পরিবেশ করে দেয় আরও ঠাণ্ডা।

এতে নগরে যেন প্রশান্তি নেমে আসে।

আবহাওয়া অধিদফতরের কর্মকর্তারা জানিয়েছেন, শুক্রবার ঢাকায় সর্বোচ্চ ৩৫ দশমিক ৩ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়। এই তাপমাত্রার কারণে দিনভর তাপপ্রবাহ ছিল কড়া। সন্ধ্যায়ও রেশ ছিল ভ্যাপসা গরমের।  

আবহাওয়াবিদ আরিফ হোসেন বাংলানিউজকে বলেন, তিন দিন পর ঢাকায় বৃষ্টি হয়েছে। বৃষ্টির সঙ্গে হালকা বাতাস বয়েছে।

বাংলাদেশ সময়: ২০৩১ ঘণ্টা, মে ৩১, ২০১৯
এমআইএস/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।