ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

জয়পুরহাটে বৃক্ষরোপণ কর্মসূচি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৭ ঘণ্টা, আগস্ট ১৩, ২০২০
জয়পুরহাটে বৃক্ষরোপণ কর্মসূচি গাছের চারা রোপন করে উদ্বোধন করছেন সংসদ সদস্য সামছুল আলম দুদু

জয়পুরহাট: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে জয়পুরহাটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।  

পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জয়পুরহাট কার্যালয়ের উদ্যোগে বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে ছোট যমুনা নদীর বাম তীর বন্যা নিয়ন্ত্রণ এলাকার ৩ কিলোমিটারে গাছের চারা রোপণ করে কর্মসূচির উদ্বোধন করেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সামছুল আলম দুদু।

এসময় পাউবো জয়পুরহাটের প্রধান নির্বাহী প্রকৌশলী রফিকুল আলম চৌধুরী, উপ-বিভাগীয় প্রকৌশলী আমিনুর রহমান, উপ-সহকারী প্রকৌশলী আপেল মাহমুদ, স্থানীয় আওয়ামী লীগ নেতা সামছুল আলম সুমন, সাজ্জাদ হোসেন সবুজ উপস্থিত ছিলেন।

কর্মসূচিতে বিভিন্ন ঔষধি, ফলজ ও বনজসহ বিভিন্ন ধরনের মোট ২ হাজার ২৬০টি গাছের চারা রোপন করায় খুশি স্থানীয়রা।

বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, আগস্ট ১৩, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।