ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

পাথরঘাটায় ৩শ’ হাঙ্গর জব্দ, ১৩ জেলের জরিমানা

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৪ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২১
পাথরঘাটায় ৩শ’ হাঙ্গর জব্দ, ১৩ জেলের জরিমানা

বরগুনা: বরগুনার পাথরঘাটা উপজেলায় প্রায় ৩শ’ হাঙ্গরের বাচ্চাসহ আটক ১৩ জেলেকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।  

বুধবার (২০ জানুয়ারি) দুপুর ২টার দিকে পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবরিনা সুলতানা জেলেদের মোট ৩০ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেন।

এর আগে সকাল ৯টার দিকে বিষখালী নদীর মোহনা সোনাতলা এলাকা থেকে তাদের আটক করে কোস্টগার্ডের দক্ষিণজোন পাথরঘাটা স্টেশনের সদস্যরা।  

আটক ব্যক্তিরা হলেন-আব্দুল খালেক মাঝি, মো. ইব্রাহিম, মো. সিদ্দিক, বাচ্চু, আসলাম, আলমগীর, ইসমাইল, ফোরকান, জাহাঙ্গীর, কালাম, আলাউদ্দিন, বশির ও ছালাম।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবরিনা সুলতানা জানান, হাঙ্গর মাছ নিধন সম্পূর্ণ বেআইনি তাই বন্যপ্রাণী সংরক্ষণ আইনে ১৩ জন জেলেকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। হাঙ্গরগুলো ধ্বংস করার জন্য কেরোসিন দিয়ে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৩২ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২১
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।