ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

ভোলায় ২টি হরিণ শাবক উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০ ঘণ্টা, মে ২৭, ২০২১
ভোলায় ২টি হরিণ শাবক উদ্ধার

ভোলা: ভোলার চরফ্যাশনে দুর্গম দ্বীপচর চর নিজাম থেকে দুটি হরিণ শাবক উদ্ধার করা হয়েছে। ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে সৃষ্ট জলোচ্ছ্বাসের হাত থেকে হরিণ দুটি লোকালয়ে চলে আসে।

খবর পেয়ে বন বিভাগের কর্মকর্তারা হরিণ উদ্ধার করে চিকিৎসা দিয়েছে।  

বৃহস্পতিবার (২৭ মে) বিকেলে বর্তমানে হরিণ দুটি কালকিনি বন বিভাগের অফিসে বন কর্মকর্তাদের হেফাজতে আছে। সেখানেই প্রাথমিক চিকিৎসা চলছে। বৈরী আবহাওয়া কেটে গেলে হরিণগুলো বনে অবমুক্ত করে দেওয়া হবে বলে জানিয়েছে বিভাগীয় বন কর্মকর্তা তৌফিকুল ইসলাম।

বুধবার (২৭ মে) ঝড়ের সময় সংরক্ষিত বন থেকে হরিণ দুটি লোকালয়ে চলে আসে। এদের মধ্যে একটি হরিণ বড় অরপটি অপেক্ষাকৃত ছোট। তাদের চিকিৎসা করা হয়েছে। দুই একদিন পর হরিণ শাবক বনে অবমুক্ত করা হবে।

বাংলাদেশ সময়: ২০১৯ ঘণ্টা, মে ২৭, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।