ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

মনপুরায় ৬ দিন পর হরিণের ২ শাবক অবমুক্ত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৭ ঘণ্টা, মে ৩১, ২০২১
মনপুরায় ৬ দিন পর হরিণের ২ শাবক অবমুক্ত

ভোলা: ভোলার মনপুরায় লোকালয়ে থেকে উদ্ধার হওয়া হরিণের দুটি শাবককে ৬ দিন পর বনে অবমুক্ত করা হয়েছে।

সোমবার (৩১ মে) উপজেলার চরনিজাম সংরক্ষিত পুরাতন কেওড়া বনে ওই শাবক দুটি অবমুক্ত করেন বন বিভাগের কর্মকর্তারা।

এর আগে গত ২৬ মে ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে জলোচ্ছ্বাসের হাত থেকে রক্ষা পেতে হরিণ দুটি লোকালয়ে চলে আসে। শাবক দুটি অসুস্থ ছিলো। বন বিভাগের কর্মকর্তারা তাদের তত্ত্বাবধানে হরিণ দুটির চিকিৎসা করান। ৬ দিন চিকিৎসা শেষে সুস্থ হওয়ার পর দুটি হরিণকে বনে অবমুক্ত করা হয়েছে।

ভোলার বিভাগীয় বন কর্মকর্তা তৌফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, শাবক দুটি এখন সুস্থ আছে। পরিবেশ স্বাভাবিক হওয়াতে সুস্থ হরিণের শাবক দুটিকে বনে অবমুক্ত করা হয়েছে।

চরনিজামসহ জেলার বিভিন্ন সংরক্ষিত বনে কয়েক হাজার হরিণ রয়েছে। বৈচিত্র্যময় এ প্রাণী বনের সৌন্দর্য বাড়িয়ে দেওয়ার পাশাপাশি পর্যটকদের নজর কাড়ে।

বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, মে ৩১, ২০২১
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।