ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

রাঙামাটিতে লজ্জাবতী বানর উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৭ ঘণ্টা, জুলাই ১, ২০২১
রাঙামাটিতে লজ্জাবতী বানর উদ্ধার

রাঙামাটি: রাঙামাটি বেতার কেন্দ্র এলাকার জঙ্গল থেকে একটি লজ্জাবতী বানর উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১ জুলাই) বিকেলে বানরটিকে আহত অবস্থায় উদ্ধার করে বেতার কেন্দ্রের কর্মচারী রিপন চাকমা এবং রবি চাকমা।

পরে বিষয়টি বন বিভাগকে জানানো হলে রাঙামাটি সদরের রেঞ্জ কর্মকর্তা এস.এম মাহবুবুল আলম বেতার কেন্দ্রে আসেন। সেখানে বেতার কেন্দ্রের কর্মকর্তারা বানরটিকে বন বিভাগের কাছে হস্তান্তর করেন।

এসময় উপস্থিত ছিলেন- কেন্দ্রের আঞ্চলিক পরিচালক মোহাম্মদ সেলিম, আঞ্চলিক প্রকৌশলী আবু সায়েদ, সহকারী বার্তা নিয়ন্ত্রক এ.এম নূরুল আমিন

রাঙামাটি সদরের রেঞ্জ কর্মকর্তা এস.এম মাহবুবুল আলম বাংলানিউজকে বলেন, লজ্জাবতী বানর একটি বিলুপ্তপ্রায় দেশীয় প্রজাতির বানর। বিলুপ্ত প্রজাতিটিকে সংরক্ষণে সকলের সহযোগিতা দরকার। বানরটিকে চিকিৎসা দেওয়া হচ্ছে। সুস্থ হলে বানরটিকে বনে অবমুক্ত করা হবে।

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, জুলাই ০১, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।