ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

ধানক্ষেত থেকে আহত মেছোবিড়াল উদ্ধার

ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৮ ঘণ্টা, জুলাই ১৭, ২০২১
ধানক্ষেত থেকে আহত মেছোবিড়াল উদ্ধার উদ্ধার করা আহত মেছোবিড়াল। ছবি: বাংলানিউজ

মৌলভীবাজার: ধান ক্ষেত থেকে আহত অবস্থায় একটি মেছোবাঘ (Fishing Cat) উদ্ধার করেছে শ্রীমঙ্গলে অবস্থিত বাংলাদেশ শ্রীমঙ্গল বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন। শ্রীমঙ্গল উপজেলার সদর ইউনিয়নের নোয়াগাঁও এলাকার নাথ বাড়ির পাশ থেকে উদ্ধার করা হয় মেছোবিড়ালটি।

শনিবার (১৭ জুলাই) সকাল সাড়ে ৭টায় ধানক্ষেতে বাঘটিকে পড়ে থাকতে দেখা যায়।

বাংলাদেশ শ্রীমঙ্গল বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল বলেন, স্থানীয় লোকজন ফোন করে বিষয়টি বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে জানান। খবর পেয়ে আমরা আহত অবস্থায় মেছোবিড়ালটিকে উদ্ধার করি। পরে আহত মেছোবিড়ালটিকে বনবিভাগের কাছে হস্তান্তর করা হয়।

মেছোবিড়ালটির কোমরে কেউ লাঠি দিয়ে আঘাত করেছে অথবা সড়ক দুর্ঘটনা হতে পারে বলে তিনি জানান।

বাংলাদেশ সময়: ১২৪৭ ঘণ্টা, জুলাই ১৭, ২০২১
বিবিবি/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।