ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

চুয়াডাঙ্গায় ভৈরব নদী থেকে অবৈধ বাঁধ অপসারণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩২ ঘণ্টা, নভেম্বর ২২, ২০২১
চুয়াডাঙ্গায় ভৈরব নদী থেকে অবৈধ বাঁধ অপসারণ

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ভৈরব নদীতে দেওয়া অবৈধ বাঁধ উচ্ছেদ করেছে প্রশাসন।  

সোমবার (২২ নভেম্বর) সকাল সাড়ে ৯টা থেকে দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে এ বাঁধ অপসারণ ও ব্যবহৃত জাল পুড়িয়ে দেওয়া হয়েছে।

অভিযান সূত্রে জানা গেছে, দামুড়হুদা উপজেলার ভৈরব নদীর বুকে কিছু অসাধু মাছ শিকারি অবৈধভাবে বাঁধ দিয়ে জাল পেতে মাছ ধরে অসছেন। গোপন সূত্রে এ খবর পেয়ে সোমবার সকাল সাড়ে ৯টার দিকে দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাছলিমা আক্তার, দামুড়হুদা সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত সিংহ ও দামুড়হুদা মৎস্য কর্মকর্তা মো. আইয়ুব আলী পাঁচজন পুলিশ সদস্য নিয়ে ভৈরব নদীতে অভিযান চালান। অভিযানে সুবলপুরে ভৈরব নদীর ঘাট থেকে কার্পাসডাঙ্গা ব্রিজ পর্যন্ত পাঁচটি অবৈধ বাঁধ উচ্ছেদ করে জাল জব্দ করা হয়। পরে ওই জাল পুড়িয়ে ফেলা হয়। তবে অভিযানের বিষয়টি টের পেয়ে অসাধু মাছ শিকারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।  

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, নভেম্বর ২২, ২০২১
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।