ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

পরিবেশ ও জীববৈচিত্র্য

শৈলকুপায় ৩ মেছো বাঘ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০২২
শৈলকুপায় ৩ মেছো বাঘ উদ্ধার

ঝিনাইদহ: ঝিনাইদহের শৈলকুপা উপজেলার শাহবাড়িয়া গ্রামের মাঠের সেচ পাম্পের হাউজ থেকে তিনটি মেছো বাঘ উদ্ধার করা হয়েছে।  

বুধবার (১৪ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে মেছো বাঘ তিনটি উদ্ধার করা হয়।

এলাকাবাসী জানান, গত রাতে উপজেলার শাহবাড়িয়া গ্রামের মাঠে সেচ পাম্পের হাউজের মধ্যে দুই শাবকসহ তিনটি মেছো বাঘ আটকা পড়ে। সকালে মাঠে কাজ করতে গিয়ে কৃষকরা প্রাণীগুলোর বাঘের মতো গর্জনে আতঙ্কিত হয়ে পড়েন। এ সময় তারা সেখানে তিনটি মেছো বাঘ দেখতে পান। পরে শৈলকুপা বন বিভাগকে খবর দিলে তারা এসে মেছো বাঘ তিনটি উদ্ধার করে। তবে এর মধ্যে একটি বাচ্চা মারা গেছে। বাকি দুটি মেছো বাঘ জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে।  

ঝিনাইদহের বন বিভাগের কর্মকর্তা সিরাজুল ইসলাম জানান, একটি শাবক মারা গেছে ও অপর দু’টি মেছো বাঘ উদ্ধার করে স্থানীয় জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০২২
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।