ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফিচার

যশোরে ঐতিহ্যবাহী ঘোড়া দৌঁড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৯ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৫
যশোরে ঐতিহ্যবাহী ঘোড়া দৌঁড় প্রতিযোগিতা অনুষ্ঠিত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

যশোর: যশোরের সদর উপজেলার হুদারাজাপুর গ্রামে ঐতিহ্যবাহী ঘোড়া দৌঁড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১০ জানুয়ারি) বিকেলে ঘোড়া দৌঁড় প্রতিযোগিতার আয়োজন করা হয়।



ঘোড়া দৌঁড় আয়োজক কমিটির সদস্য শহিদুল ইসলাম বাংলানিউজকে জানান, এ বছর যশোর, মাগুরা, নড়াইল ও সাতক্ষীরা থেকে ১৩টি ঘোড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

এর মধ্যে- দৌঁড়ে প্রথম হয়েছে নড়াইলের ঝাউডাঙ্গা গ্রামের হাফেজার শেখ’র ঘোড়া, দ্বিতীয় হয়েছে মাগুরা জেলার গান্ধি গ্রামের হিরু মোল্লার ঘোড়া, তৃতীয় যশোরের অভয়নগরের হাজী হারুণ মোল্ল্যার ঘোড়া এবং চতুর্থ হয়েছে নড়াইল জেলার ডুণ্ডা গ্রামের মোতালেব হোসেন’র ঘোড়া।

প্রতিযোগিতা শেষে আয়োজক কমিটির পক্ষে স্থানীয় ওয়াজেদ আলী মোল্লার সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- যশোরের জেলা প্রশাসক ড. হুমায়ুন কবীর।

বিশেষ অতিথি ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ফয়েজ আহম্মদ, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম আফজাল হোসেন।

এ সময় প্রধান অতিথি দৌঁড় প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন।

বাংলাদেশ সময়: ২১১৯ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।