ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফিচার

বিশ্বখ্যাত ব্যতিক্রমধর্মী সিনেমা হল-২

সানজিদা সামরিন, ফিচার রিপোর্টার | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৫
বিশ্বখ্যাত ব্যতিক্রমধর্মী সিনেমা হল-২

ঢাকা: নতুন কোনো সিনেমা মুক্তি পেলেই মানুষের ঢল নামে সিনেমা হলে। বড় পর্দায় ছবি দেখার আকাঙ্ক্ষা পূরণ করতে তাই সবাই ছোটেন প্রেক্ষাগৃহে।

এক্ষেত্রে নগরীর বিশেষ প্রেক্ষাগৃহকেই বেছে নেন তারা। সাজানো গোছানো ছিমছাম পরিবেশে মুখে পপকর্ন পুরতে পুরতে সিনেমা দেখার মজাই আলাদা।

সারা বিশ্বজুড়ে রয়েছে এমন কিছু প্রেক্ষাগৃহ বা সিনেমা হল যা শুধু নান্দনিকতায়ই নয়, ভিন্নমাত্রারও। চলুন সোখান থেকে দেখে নিই আরও সাতটি সিনেমা হল।


দ্বিতল বিশিষ্ট এই বিশাল থিয়েটারটির নাম ‘প্যারামাউন্ট’। এটি অকল্যান্ডে অবস্থিত।


লাল-নীল-হলুদ কার্পেট আর লাল সোফা দিয়ে সাজানো ‘নিউপোর্ট আল্ট্রা সিনেমা হল’। নিউপোর্ট সিটিতে অবস্থিত।

সিনেমা হল গলিয়ে যেন সদর দরজা! না পাঠক, এটা সিনেমার পর্দা। সান ফ্রান্সিসকোর ব্রাভা থিয়েটার।


পেছনে গোটা নগরীকে ফেলে যেন সবাই বসে পড়েছে সিনেমা দেখতে। এমনই সুন্দরভাবে সাজানো লসএঞ্জেলসের ক্রেস্ট সিনেমাহলটি।

সব ভূত-প্রেত আর ড্রাকুলার আড্ডাই যেন ইসরাইলের রিসন লেজিয়ন ‘সিটি সিনেমা হল’টিতে।


স্পেনের বার্সেলোনাতে রয়েছে ‘সিনেমা সিটি শান্তা কলোমা’, যাতে বইছে ফ্রোজেনের হাওয়া।

‘সিনেমা সিটি’ নামের এ সিনেমা হলটি অবস্থিত ইসরায়েলের জেরুজালেমে। এর সিলিংয়ে আপনি পেয়ে যেতে পারেন আপনার পছন্দের তারকার ছবি!

বাংলাদেশ সময়: ০৪৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।