ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফিচার

বাড়ি যখন ভাসমান

মীম নোশিন নাওয়াল খান, নিউজরুম এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০৪ ঘণ্টা, মার্চ ৭, ২০১৫
বাড়ি যখন ভাসমান

বাড়ি তৈরি করা হয় স্থায়ীভাবে বসবাসের জন্য। বাড়িঘর তাই স্থায়ীই হয়, তৈরি করা হয় ভূমিতে।

এগুলো আর যাই করুক এখান থেকে ওখানে ঘুরে বেড়ায় না বা পানিতে ভেসে বেড়ায় না। পানির উপরে বাড়ি তৈরি করার চিন্তাটা অদ্ভুতই বটে। কিন্তু মানুষের খেয়াল কত বিচিত্র হতে পারে তার প্রমাণ পাওয়া যাবে বিশ্বের বিভিন্ন স্থানের কিছু ভাসমান বাড়ির সঙ্গে পরিচিত হলে।

হ্যাঁ, ভুল বলি নি। ভাসমান বাড়িই। এসব বাড়ি পানিতে ভেসে আছে। শখের বশে তৈরি করা এমন অদ্ভুত এবং অসাধারণ কয়েকটি ভাসমান বাড়ির কথা জানাব আজ।


ওন্টারিও, কানাডা
কানাডার ওন্টারিওতে অসাধারণ একটি ভাসমান বাড়ি আছে। এমওএস আর্কিটেক্টস এই বাড়িটির নকশা তৈরি করেছিল। ২০০৫ সালে এর নির্মাণকাজ শেষ হয়। বাড়িটির আয়তন ১৮৬ বর্গমিটার। এটি অবস্থিত লেক হুরোনে।


পাওয়েল লেক, ব্রিটিশ কলাম্বিয়া
ব্রিটিশ কলাম্বিয়ার পাওয়েল লেকে গেলে দেখা মিলবে আরেকটি ভাসমান বাড়ির। এর নকশাটি সাধারণ এবং সুন্দর। বাড়িটির গঠনশৈলী বেশ জটিল। সবচেয়ে মজার কথা হল এই বাড়ির সঙ্গে একটা সবজি বাগানও আছে।


আমস্টারডার্ম, হল্যান্ড
হল্যান্ডের আমস্টারডার্মের আমস্তেল নদীতে রয়েছে চমৎকার ভাসমান বাড়ি। এর নকশাটি অপূর্ব। অত্যাধুনিক নকশা ও গঠনশৈলীর মাধ্যমে ৩১ জনেরও বেশি প্রকৌশলী এ বাড়ি তৈরি করেছেন। বাড়িটির আয়তন ২০০ বর্গমিটার।


মুসকোকা লেক, ওন্টারিও, কানাডা
কানাডার ওন্টারিওতেই আরেকটি অপূর্ব ভাসমান বাড়ি রয়েছে। মুসকোকা লেকের উপরে নির্মিত এই বাড়িটি দেখে চোখ জুড়াবে যে কারোরই। বাড়িটির নির্মাণকাজ শেষ হয় ২০০৭ সালে। ক্রিস্টোফার সিমোন্ডস আর্কিটেক্টস-এর একটি প্রজেক্ট ছিল এই বাড়িটি। এর আয়তন ৬০০ বর্গমিটার।

বাংলাদেশ সময়: ০২০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।