ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফিচার

বিদায় বেলায় শারদীয় মেঘমালা

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৬ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৫
বিদায় বেলায় শারদীয় মেঘমালা ছবি: সংগৃহীত

ঢাকা: এবার শরতের শুরুর দিনটিতে রোদ ঢেকে ছিলো মেঘের পরতে। মেঘ শরতের হলেও তা ছিলো বর্ষার পক্ষে।



বৃহস্পতিবার ৩০ আশ্বিন, ১৪২২ শেষ হচ্ছে এ শরতের দিন।

এ বছর ভাদ্র-আশ্বিনে শরতের একচেটিয়া রাজত্ব ছিলো না। বর্ষার দেওয়া শর্ত মেনেই নীল আকাশে গা ভাসিয়েছিলো শারদীয় মেঘমালা। বর্ষা যেনো শরতকে বলেছিলো, মেঘ তোমার, বৃষ্টি আমার। দুইয়ে মিলেই পার করবো এবারের শরতকাল।


এক ফাঁকে শরতও বুঝি বর্ষাকে বলেছে, বৃষ্টি ঝরাবে, ঝরাও। তবে আমার শুভ্রতাকে ম্লান করবে না মোটেই।


এরপর শারদীয় মেঘও ডানা মেলেছে আর বৃষ্টিও ঝরেছে। এ দুইয়ের ফলাফলে অ‍াকাশে সাত রঙ ছড়িয়ে দোল খেলেছে রামধনু।


কাশবনের মাথার উপর, ঊর্ধ্বমুখী পাহাড়ি বনের শেষপ্রান্তে, পাহাড়ের বুক ছুঁয়ে, সকাল-দুপুর-সন্ধ্যা-রাত গড়ালেও মেঘ থেকেছে ক্ষণে ক্ষণে।


শরতের মেঘ অনেক রকম। দুর্গম পাহাড়ের উপর ফেনার মতো আবার নীল আকাশে ভেলার মতো।


কখনও রৌদ্রজ্জ্বল ভোরে গগনকোলে নিজেই গড়েছে মেঘের পাহাড়।


আজ শরতের শেষ বেলায় মেঘ নিচ্ছে যাবার প্রস্তুতি। হয়তো মেঘ ফিরবে কালই। কিন্তু সে তো নতুন মেঘ। নতুন দিন, নতুর ঋতুর গন্ধ মেখে নীল গগনে গা ভাসাবে সে।

শারদীয় মেঘমালা তোমায় বিদায়।

বাংলাদেশ সময়: ১৫৩৬ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৫
এসএমএন/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।