ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফিচার

৩১ অক্টোবর পৃথিবী অতিক্রম করবে গ্রহাণু ‘স্পোকি’

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১০ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৫
৩১ অক্টোবর পৃথিবী অতিক্রম করবে গ্রহাণু ‘স্পোকি’

ঢাকা: বিশাল শিলাখণ্ড ধেয়ে আসছে পৃথিবীর দিকে। ৩১ অক্টোবর (শনিবার) পৃথিবীর খুব কাছ দিয়ে উড়ে যাবে পাথুরে মাহাজাগতিক এ শিলাখণ্ডটি।

তবে চিন্তার কিছু নেই, বিজ্ঞানীরা আশ্বাস দিয়েছেন পৃথিবীর সঙ্গে শিলাখণ্ডের ধাক্কা লাগার কোনো সম্ভাবনা নেই।

৩১ অক্টোবর হ্যালোইনের রাতে পৃথিবী অতিক্রম করবে বলে বিজ্ঞানীরা গ্রহাণুটির নাম দিয়েছেন ‘স্পোকি’! মানে ভ‍ূতুড়ে।

স্পোকি নামকরণের পেছনে আরেকটি কারণ হলো, মহাজাগতিক এ প্রস্তরখণ্ডটি হঠাৎ করেই উদয় হয়েছে। গ্রহাণুটি পৃথিবী অতিক্রম করবে এ খবর বিজ্ঞানীরা নিজেরাই পেয়েছেন মাত্র তিন সপ্তাহ্ আগে।


ন্যাশন্যাল জিওগ্রাফির জ্যোতির্বিদ্যা বিষয়ক কলামিস্ট অ্যান্দ্রু  ফেজকাস জানান, ১০ অক্টোবরের আগে আমারা নিজেরাই স্পোকি গ্রহাণুর অবস্থান সম্পর্কে জানতে পারিনি। যেখানে কয়েক মাস বা অন্তত এক বছর আগেই আমারা খবর পাই গ্রহাণুর অবস্থান ও অতিক্রমের সময় সম্পর্কে।  

অনুমান করা হচ্ছে, স্পোকি গ্রহাণুটি দুইশো ৯০ থেকে ছয়শো ৫০ মিটার বা প্রায় নয়শো ৫২ ফুট থেকে দুই হাজার একশো ৩৩ ফুট চওড়া। চাঁদের কক্ষপথের এক লাখ কিলোমিটার বাইরে থেকে ঘণ্টায় ৭৮ হাজার কিলোমিটার বেগে গ্রহাণুটি পৃথিবী অতিক্রম করবে বলে জানা যায়।

জানা যায়, ৩১ অক্টোবর মধ্যরাতের পর কানাডার পূর্ব আকাশে গ্রহাণুটিকে দেখা যাবে।
খালি চোখে বোঝা না গেলেও, স্পোকি গ্রহাণুকে আট ইঞ্চি (২০ সেন্টিমিটার) কাচবিশিষ্ট টেলিস্কোপের মাধ্যমে দেখা যাবে। জানান, ফেজকাস।
স্পোকি হুটহাট সামনে এলেও, স্পোকির আকারের পরবর্তী গ্রহাণুটি পৃথিবীর খুব কাছে আসার সাম্ভাব্য সময় ২০২৭ সালের আগস্টে।   জানায় নাসা।

তথ্যসূত্র: ইন্টারনেট।

বাংলাদেশ সময়: ০১৩০ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৫
এসএমএন/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।