ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফিচার

ইচ্ছা থাকলে...

বাংলানিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৩৮ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৫
ইচ্ছা থাকলে...

ইচ্ছা থাকলে কীনা হয়। কথায় বলে, ইচ্ছা থাকলে উপায় হয়।

যদি ইচ্ছার সঙ্গে যুক্ত হয় নিরলস চেষ্টা আর উদ্যম। চেষ্টা, চেষ্টা আর চেষ্টা---এই মন্ত্রে আস্থা রেখে জগতে কতো মানুষই তো কতো অসম্ভবকে সম্ভব করেছে। পঙ্গুর গিরি লঙ্ঘনের ঘটনা পর্যন্ত আছে মানুষের ইতিহাসে। হাত নেই এমন লোকও পা দিয়ে লিখে বিদ্যার্জন করেছে। একালে দৃষ্টি প্রতিবন্ধীরাও পড়াশোনা এমনকি উচ্চশিক্ষা গ্রহণ করে নিজের পায়ে দাঁড়াচ্ছে। মানে ইচ্ছে আর চেষ্টা এক তারে মিললে অসম্ভব আর অসম্ভব থাকে না।

অনেকটা এমন ঘটনাই ঘটেছে এক রুশ তরুণের বেলায়। ওই তরুণের ইচ্ছা ছিল সেদেশের বিমানবাহিনীতে (এয়ারবোর্ন ট্রুপস) যোগ দেবে। যথারীতি সে গেল নাম লেখাতে। কিন্তু বিধি তার বাম। তার ইচ্ছাপূরণের পথে বাধা হলো তার শরীরের অত্যধিক ওজন। ফলে এ-যাত্রা তাকে বাড়ি ফিরতে হলো ব্যর্থ মনোরথ হয়ে। সাইবেরিয়ার প্রোকোপ্রিয়েভস্ক শহরের এই তরুণের বয়স মাত্র ২০ বছর হলেও এরই মধ্যে তার ওজন দাঁড়িয়েছিল ১৩০ কেজিতে। এতো ওজনের কুমড়ো-পটাশ শরীরের কাউকে তো আর সশস্ত্র বাহিনীতে নেয়া হবে না! কিন্তু সেরগেই মালেভান্নি নামের তরুণটিও সহজে দমে যাবার পাত্র নয়। নিয়োগ কর্তাদের কাছ থেকে সে এই আশ্বাস আদায় করেছিল যে, ওজন কমাতে পারলে তাকে নেওয়া হবে।

সে এবার নিজের স্বপ্ন পূরণের জন্য নেমে পড়লো ওজন কমানোর কঠিন সাধনায়। কঠিন মার্শাল আর্ট প্র্যাকটিশের পাশাপাশি চললো ডায়েট কন্ট্রোল। আশ্চর্য ফলও ফললো। কিছুদিনের মধ্যেই সে ৫০ কেজি ওজন কমিয়ে ফেললো। তার স্বপ্ন পূরণের পথে বাধা হলো দূর। শরীরের বাড়তি মেদ ঝরিয়ে এখন সে বেশ টগবগে সুঠাম।

উল্লেখ্য, এই শরতে রাশিয়া তার সশস্ত্র বাহিনীতে ৬৩ হাজার কনস্ক্রিপ্ট নিয়োগ করবে। সেরগেই মালভান্নি হবে সেইসব ভাগ্যবানদেরই একজন। হ্যাঁ, চেষ্টা আর উদ্যম দিয়ে নিজের ভাগ্যটাকে সে গড়তে চলেছে এখন।

বাংলাদেশ সময়: ০২৩৯ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৫
জেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।