দিন গড়িয়ে বিকেল হতেই সাগরপাড়ে ঢল নামে পর্যটকদের। বিস্তীর্ণ সৈকতজুড়ে হাজারো পর্যটক অপেক্ষা করেন সাগরের জলরাশির ওপর চোখ রাখতে।
সূর্যের আলো পানিতে পড়ে তৈরি হয় নানান বর্ণ। কোথাও সূর্যের লাল আভা সাগরের জলে পরে চিক চিক করছে। আর ওই দৃশ্য মোবাইল বা ক্যামেরায় ধারণ করতে ভুল করছেন না পর্যটকরা। অন্যদিকে সাগরের ঢেউ সৈকতে সাদা ফেনা বানিয়ে আবারও নেমে যায়। সেই ঢেউয়ে নেমে পা ভিজান দর্শনার্থীরা।
কক্সবাজারের মূল সৈকত সুগন্ধা ছেড়ে কেউ কেউ চলে যান ইনানী সি-বিচে। সেখানে চোট চোট কোরাল-পাথরের ওপর হেঁটে বেড়ানো, ছবি তোলাসহ নানাভাবে উপভোগ করেন দর্শনার্থীরা।
পাথরের ফাঁকে ফাঁকে সমুদ্রের বুকে সূর্য ডোবার দৃশ্যপট ধারণ করতে কার্পণ্য করেন না কেউই। সাগরের তীরে সাঁতার কাটা, ওয়াটার বাইকে ভ্রমণ, বিচ কারে ওঠা- এসব আয়োজন পর্যটকদের কাছে প্রিয়।
বাংলাদেশ সময়: ০২৪৩ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৭
এমআইএইচ/এসএম/এএটি/