ইট পাথরের শহরের মানুষগুলোর জন্য চার দেয়ালের বাইরে যাবার তেমন স্থান না থাকলেও এখনো ছুটির দিনে মানুষের পছন্দের ঘোরাঘুরির স্থান হিসেবে মন কাড়ে সোনারগাঁও।
ঢাকা থেকে ২৭ কিলোমিটার দক্ষিণ-পূর্বে নারায়ণগঞ্জ জেলার একটি উপজেলা সোনারগাঁও।
ঢাকা গুলিস্তান থেকে চাইলে যে কেউ বাসে চেপে সহজেই সোনারগাঁও আসতে পারে।
মূলত ছুটির দিনে দুপুরের পর থেকে নানা শ্রেণি-পেশার মানুষ ঢাকা ও নারায়ণগঞ্জের আশেপাশের জেলাগুলো থেকে এখানে ছুটে আসে, একটু মুক্ত বাতাসের প্রত্যাশায়। মানুষের আগমনে তাই ছুটির দিনগুলোতে জমজমাট হয়ে উঠে সোনারগাঁওয়ের বিনোদন ও অবসরকেন্দ্রগুলো।
শুক্রবার সোনারগাঁওয়ে আসতে যেতে তেমন বেগও পোহাতে হয়না। দূর দূরান্ত থেকে আসতে গেলে তেমন যানজটেও পড়তে হয়না। কারণ ছুটির দিন থাকায় পথে তেমন যানবাহনের চাপও থাকেনা। আর ঢাকার অদূরে হওয়ায় ও প্রকৃতির ছোয়া থাকায় সাধারণ মানুষও তাদের ছুটির দিনের অবসর কাটানোর প্রথম স্থান হিসেবে বেছে নিতে পারে সোনারগাঁওকে।
বাংলাদেশ সময়: ১৪০৪ ঘণ্টা, মে ০৫, ২০১৭
এসএইচ