আমার সাফল্যের পেছনে যার অবদান ছিলো অপরিসীম। ছোটবেলা থেকে স্বপ্ন দেখতাম সফল চিকিৎসক হওয়ার।
ভোরবেলা স্কুলে যাওয়ার সময় থেকে শুরু করে সারাদিন যে পরিশ্রম করতাম তা শুধু স্বপ্ন পূরণের জন্য। বাবা-মা ও পরিবারের স্বপ্ন আমার চিকিৎসক হওয়া। জানি না হতে পারবো কিনা। তবে সে স্বপ্ন দেখার সাহস আরও একটু বাড়িয়ে দিলো আমার এ সাফল্য।
আমার জীবনের একটি বড় স্বপ্ন ছিলো ক্যাডেট কলেজে পড়ার। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরেও যখন আমার ভাগ্যদেবী আমার সহায় ছিলেন না, তখন থেকেই আমি আরও বেশি পরিশ্রম করতাম। এসএসসি পরীক্ষায় সব বিষয়ে জিপিএ-৫ পাওয়ার পর সেই স্বপ্নভঙ্গ হওয়ার কষ্ট কিছুটা হলেও দূর হলো।
জীবনে বড় হতে হলে পরিশ্রম করতে হয়, আমি তা করেছি। যার ফল আমি পেয়েছি। আমি কৃতজ্ঞতা জানাই আমার পরিবার, শিক্ষক ও বন্ধুদের। যারা সবসময় আমাকে উৎসাহ দিতো, যাদের অনুপ্রেরণায় আজ আমি এখানে আসতে পেরেছি। আমার অনুভূতি আজ ডানা মেলে উড়ে যাওয়া মুক্ত পাখির মতো যা ভাষায় প্রকাশ করার মতো না।
বাংলাদেশ সময়: ১৪৩৬ ঘণ্টা, মে ০৫, ২০১৭