কোনোটাতে আগুনের ফুলকি উঠিয়ে ঝালাই দেওয়া হচ্ছে, আবার কোনোটাতে লোহার পাতের মরচে ঘষে বাহারি রঙের প্রলেপ দিচ্ছে।
পবিত্র ঈদুল ফিতরে রাজধানী ঢাকা থেকে গ্রামের বাড়ি অভিমুখে নৌপথে জনস্রোত নামবে।
ঘুরে দেখা যায়, কর্মব্যস্ত পরিবেশ। শ্রমিক-মালিক সবাই ব্যস্ত। যেন কারো সঙ্গেই কথা বলার ফুরসত নেই।
মাত্র যে ৭-৮ দিন বাকি ঈদের। দু’চার দিন পর থেকেই শুরু হবে ঈদযাত্রা। এরমধ্যেই যে লঞ্চগুলো মেরামত করে ঘাটে নামাতে হবে।
এই নৌযানে শুরু হবে নাড়ির টানে বাড়ি ফেরার যাত্রা।
বাংলাদেশ সময়: ১৪৪৩ ঘণ্টা, জুন, ১৯, ২০১৭
জিপি/