সম্প্রতি ভারতের দক্ষিণের রাজ্য তামিলনাড়ুর একটি গ্রামে পাহাড় থেকে একদল হাতি প্রবেশ করলে গ্রামবাসী তাদের তাড়াতে ব্যস্ত হয়ে পড়েন। এ সময় গ্রামবাসী উপায় না পেয়ে আতশবাজি ফুটাতে থাকেন।
বন বিভাগের এক কর্মকর্তা জানান, হয়তো পানি পান করতে হাতির দলটি গ্রামে প্রবেশ করে। এ সময় আতশবাজির আওয়াজে ৫ মাস বয়সী ওই শাবকটি ভয় পায়। তাতেই সে কুয়ায় পড়ে যায়। যাদিও শেষ পর্যন্ত ৬ গ্রামবাসী মিলে হাতিটিকে টেনে কুয়া থেকে উপরে তুলে।
এরপর হাতি শাবকটিকে তার দলের সঙ্গে যোগ করে দেওয়া হয়। কুয়ায় পড়লেও শাবকটির কোনো ক্ষতি হয়নি।
বাংলাদেশ সময়: ১০০৬ ঘণ্টা, জুন ২৭, ২০১৭
জেডএস