নৃতাত্ত্বিক গোষ্ঠীর রীতি অনুযায়ী গত শুক্রবার স্ত্রী প্রজাতির কুমিরকে বিয়ে করেন মেয়র ভিক্টর এগুইলার। সব আয়োজনই ছিল বিয়ের অনুষ্ঠানে।
কুমিরের এ বিয়ে ঐ মৎস্য প্রধান এলাকার অনেকদিনের পুরনো সংস্কৃতি। ঐ এলাকার বাসিন্দাদের ধারণা এ বিয়ের ফলে তাদের ভাগ্য সুপ্রসন্ন হবে ও ফলন বাড়বে। রীতি অনুযায়ী প্রতিবছরই সেন পেডরো হোয়ামেলুলা শহরের মেয়র যিনি থাকবেন তিনি নতুন করে একটি কুমিরকে বিয়ে করবেন।
কুমির বিয়ে করা মেয়র জানান, এ রীতির মাধ্যমে আমরা শস্যের ভালো ফলন, সমুদ্র ও হ্রদের কাছ থেকে সবার জন্য খাবারের আহ্বান জানাই। এখানে সবার সবকিছু ভালো হোক এ কামনা করি।
বিয়েতে অংশ নেয়া একজন বলেন, আমরা অনুষ্ঠানে যে নৃত্য করি তার মাধ্যমে স্রষ্টার কাছে প্রার্থনা করি। জমি, ফসল ও মাছের জন্য তাকে কৃতজ্ঞতা জানাই।
বিয়ের আনুষ্ঠানিকতায় কুমিরের মুখে চুমু খান মেয়র। ভাগ্যিস কুমিরটার মুখ বাধা ছিল সে সময়!
বাংলাদেশ সময়: ১৮১৬ ঘণ্টা, জুলাই ০৪, ২০১৭
জিওয়াই/আরআই