এ গরমে বৃষ্টিতে স্বস্তি মিললেও নগরবাসীর কাছে বৃষ্টি মানে দুর্ভোগ ও জলাবদ্ধতা আর দীর্ঘ যানজট। আর রাস্তায় নোংরা পানির সঙ্গে ময়লা-আবর্জনার দুর্গন্ধ।
গত কয়েকদিনের বৃষ্টির কারণে জলাবদ্ধতার সৃষ্টি হয়ে নগরবাসীর ভোগান্তি চরমে পৌঁছেছে। বৃষ্টির সময় কিংবা বৃষ্টির পরে নগরীর বিভিন্ন এলাকা ঘুরে দুর্ভোগের চিত্র দেখা গেছে। বৃষ্টির পানিতে রাজধানীর বিভিন্ন এলাকাজুড়ে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। বৃষ্টির পানির সঙ্গে যুক্ত হয়েছে ড্রেনের দুর্গন্ধযুক্ত নোংরা পানি। ছবিটি যাত্রাবাড়ী এলাকা থেকে তোলা। নাজিমুউদ্দিন রোড এলাকায় নোংরা পানি থেকে রক্ষা পেতে রিকশা-ভ্যানে চড়ে পার হচ্ছে পথচারীরা। বৃষ্টিতে রাস্তাঘাট ডুবে পানি থৈ থৈ। রাজারবাগ পুলিশ লাইন্সের সামনের রাস্তা থেকে তোলা ছবি। দেখলে মনে হতে পারে সড়ক নয়, যেন নদীতে মোটরবাইক চালাচ্ছে চালক। ছবিটি মালিবাগ থেকে তোলা। পানিতে তলিয়ে গেছে ফুটপাতের দোকানপাট। রাজারবাগ পুলিশ লাইন্সের পাশের সড়ক থেকে তোলা ছবি। বৃষ্টি ও জলাবদ্ধতায় সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজট। ছবিটি তেজগাঁও এলাকা থেকে তোলা। বৃষ্টির পানিতে তলিয়ে গেছে শাহজাহানপুর থেকে মালিবাগ মোড় পর্যন্ত রাস্তা। রাজারবাগ পুলিশ লাইনের সামনে থেকে তোলা ছবি।
বাংলাদেশ সময়: ২০২৭ ঘণ্টা, জুলাই ০৫, ২০১৭
এএটি/