পরিবার নিয়ে বসবাস করেন রাজধানীর মধ্যবাড্ডায়। সদস্য সংখ্যা ৫ জন।
প্রথমদিকে অটোর মালিক গাড়িতে গাছ লাগাতে বাধা দিলেও পরবর্তীতে গাছের প্রতি তার প্রবল ভালবাসা দেখে অনুমতি দেন। ৩ মাস ধরে তিনি এই গাছের পরিচর্যা করে আসছেন।
তার গাছে ফুল ফুটেছে। যাত্রীদের প্রতিক্রিয়া কি? জানতে চাইলে তিনি জানান, অধিকাংশ যাত্রীই তাকে সাধুবাদ জানায়। এই গাছ দেখার পর অনেক যাত্রীই আগ্রহী হয় তার অটোতে চলতে। তিনি যতদিন সিএনজি চালাবেন ততদিন এই গাছ নিয়েই চালাতে চান। আস্তে আস্তে গাছের সংখ্যা আরো বাড়াতে চান এই সৌখিন সিএনজি চালক জাকির হোসেন।
বাংলাদেশ সময়: ১২৩০ ঘণ্টা, জুলাই ৬, ২০১৭
জেডএম/