একই সঙ্গে সৃষ্টি হয়েছে বিভিন্ন স্থানে জলাবদ্ধতা। কোথাও কোথাও বৃষ্টির পানি ঢুকে পড়েছে ঘর বাড়ি, দোকান ও স্কুলে।
নৌকার বিভিন্ন চিত্র উঠে এসেছে বাংলানিউজের ক্যামেরায়। সিলেটের সালুটিকর এলাকায় নদীর তীরে বসেছে নৌকার হাট। সারি সারি নতুন নৌকা ঘাটে বেঁধে ক্রেতার অপেক্ষায় রয়েছেন বিক্রেতারা। ঘাটের পাশেই নৌকার নতুন বৈঠা বিক্রির জন্য বসে আছেন বিক্রেতারা। জলাবদ্ধতার কারণে অনেক রাস্তাই ডুবে যায়। তাই কখনো ব্যাটারিচালিত অটোরিকশা আবার কখনো নৌকায় করে গন্তব্যে যেতে হয় মানুষজনকে। দূরের গন্তব্যে যেতে অনেকেই ইঞ্জিনচালিত নৌকা ভাড়া করছেন। চাহিদা বিবেচনা করে পুরাতন নৌকা মেরামত করছেন অনেকেই।
বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, জুলাই ১৩, ২০১৭
এএটি/