ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফিচার

ইতিহাসের এই দিন

কবি-সুরকার রজনীকান্ত সেনের জন্ম

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৯ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৭
কবি-সুরকার রজনীকান্ত সেনের জন্ম

ঢাকা: ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ।

তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে বাংলানিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

২৬ জুলাই, ২০১৭, বুধবার। ১১ শ্রাবণ, ১৪২৪ বঙ্গাব্দ। একনজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যু দিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।


ঘটনা
১৮৪৭- মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে লাইবেরিয়া স্বাধীনতা অর্জন করে।
১৮৫৬- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রচেষ্টায় বিধবা বিবাহ আইন চালু হয়।
১৯০৮ – যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা এফবিআই গঠিত হয়।
১৯৫৩ - ফিদেল ক্যাস্ত্রোর নেতৃত্বে কিউবার স্বৈরাচারী বাতিস্তা সরকারের বিরুদ্ধে আন্দোলন শুরু হয়।
১৯৫৬- মিশর সরকার সুয়েজ খাল জাতীয়করণ করে।
১৯৬৯- অ্যাপোলো ১১ অভিযানের অংশ হিসেবে নীল আর্মস্ট্রং ও এডুইন অল্ড্রিন জুনিয়র চাঁদে অবতরণ করেন। নীল আর্মস্ট্রং প্রথম মানুষ হিসেবে চাঁদে পা রাখেন।
১৯৯১- সোভিয়েত ইউনিয়নের কমিউনিস্ট পার্টি মার্কসবাদ-লেলিনবাদের পথ থেকে সরে আসার সিদ্ধান্ত নেয়।
 
জন্ম
১৮৪২- বের্টোল্ড ডেলব্রুক, জার্মান ভাষাবিজ্ঞানী।
১৮৫৬- জর্জ বার্নার্ড শ, আইরিশ সাহিত্যিক।
১৮৬৫- রজনীকান্ত সেন, প্রখ্যাত বাঙালি কবি এবং সুরকার। প্রখ্যাত কবি, গীতিকার ও সুরকার হিসেবে বাঙালি শিক্ষা-সংস্কৃতিতে চিরস্মরণীয় হয়ে আছেন। দ্বিজেন্দ্রলাল রায়ের সমসাময়িক এ গীতিকারের গানগুলো খুবই জনপ্রিয়। ঈশ্বরের আরাধনায় ভক্তিমূলক ও দেশের প্রতি গভীর মমত্ববোধ বা স্বদেশ প্রেমই তার গানের প্রধান বৈশিষ্ট্য ও উপজীব্য বিষয়। ১৩ সেপ্টেম্বর ১৯১০ সালে তার মৃত্যু হয়।
১৯৫০ - পল সিমর, মার্কিন কম্পিউটার বিজ্ঞানী।

 
মৃত্যু
১৫৩৩ - আটাওয়ালপা, ইনকা সম্রাট।
১৯১৫- ইংরেজ অভিধানকার জেমস হেনরি মারি।
১৯৪১ - বেনজামিন হোর্ফ, মার্কিন ভাষাবিজ্ঞানী।
১৯৫৬ - মোহিতলাল মজুমদার, বাঙালি কবি।

বাংলাদেশ সময়: ০০১৭ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৭
এএ
 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।