ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফিচার

শেষকৃত্য অনুষ্ঠানে রোবট পুরোহিত!

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩১ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৭
শেষকৃত্য অনুষ্ঠানে রোবট পুরোহিত! শেষকৃত্য অনুষ্ঠানে রোবট পুরোহিত!

ঢাকা: রোবট প্রযুক্তির স্বর্গরাজ্য জাপানে গাড়ি চালনা, হোটেলের রুম সার্ভিস, নিরাপত্তারক্ষী, এমনকি জীবনসঙ্গীর বিকল্প হিসেবে কাজ করছে রোবট। এবার জাপানি রোবটের দেখা মিলবে মানুষের শেষকৃত্য অনুষ্ঠানে ধর্মযাজক বা পুরোহিতের ভূমিকায়!

জাপানের বৌদ্ধ ধর্মালম্বীদের শেষকৃত্য অনুষ্ঠানে পুরোহিতের সবরকম দায়িত্ব পালনে সক্ষম ‘পিপার’ নামের এ রোবট। মঙ্গলবার (২৩ আগস্ট) টোকিওর ‘লাইফ এন্ডিং ইন্ডাস্ট্রি এক্সপো’ নামক একটি অন্ত্যেষ্টিক্রিয়া শিল্প প্রতিষ্ঠানের পক্ষ থেকে রোবটটি প্রদর্শনীর জন্য আনা হয়।

অনেকটা মানুষের মতো আকৃতির এ রোবটটির নির্মাতা জাপানি প্রতিষ্ঠান সফটব্যাংক। জাপানের বৌদ্ধধর্মালম্বীরা শেষকৃত্য অনুষ্ঠানের জন্য ভাড়া নিতে পারবেন এ রোবট।

জানা যায়, জাপানের মোট জনসংখ্যার তুলনায় অভিজ্ঞ পুরোহিতদের সংখ্যা খুব কম। সেদেশের পুরোহিতরা সমাজ থেকে যা আর্থিক সহায়তা পায়, তাও খুবই নগণ্য। দরকারের সময় যদি পুরোহিত খুঁজে পাওয়া না যায়, তাই এই অভিনব বিকল্প।

পুরোহিত রোবটের প্রোগ্রামার নিসেই ইকো সংবাদ মাধ্যমকে জানান, পুরোহিতের ভূমিকায় এই রোবট হবে আসল পুরোহিতের চেয়েও বেশি সাশ্রয়ি। জাপানে একজন পুরোহিতকে ভাড়া করতে খরচ হয় দুই লাখ চল্লিশ হাজার ইয়েন। ওদিকে রোবট পুরোহিত ভাড়া করতে খরচ হবে মাত্র পঞ্চাশ হাজার ইয়েন।

শেষকৃত্য অনুষ্ঠানে বৌদ্ধ সন্ন্যাসীর পোশাকে হাজির হবে রোবট। যান্ত্রিক কণ্ঠে পাঠ করবে মন্ত্র, সেই সঙ্গে বাজবে ঢোল। এমনকি অনুষ্ঠানের পুরো সময়টা ভিডিওতে ধারণ করে রাখবে, যাতে মৃত ব্যক্তির স্বজনেরা পরবর্তীতে তা দেখতে পারেন।

তবে শেষকৃত্যের মতো একটি ধর্মীয় অনুষ্ঠানে রোবট ব্যবহার বিরূপ চোখে দেখছেন জাপানের ধর্মীয় ব্যক্তিরা। কারণ, ধর্ম হচ্ছে মানুষের আত্মার সঙ্গে সম্পৃক্ত একটি বিষয়। তাছাড়া ভক্তি-শ্রদ্ধার মতো একটি ব্যাপার এর সঙ্গে জড়িত। তাই এক্ষেত্রে রোবট কোনোভাবেই মানুষের বিকল্প স্থান দখল করার যোগ্যতা রাখে না।

বাংলাদেশ সময়: ০৩৩৫ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৭
এনএইচটি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।