এই ফ্রেমে যেন জীবন্ত জীবন। কেউ কাপড় বুনছে, আবার কেউবা কাঁধে করে বয়ে আনছে দূর পাহাড়ের বাজার থেকে সংগ্রহ করা প্রয়োজনীয় জিনিসপত্র।
তার এসব ছবি নিয়েই আলোকচিত্র প্রদর্শনী চলছে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী গ্যালারিতে। ১৮ সেপ্টেম্বর (সোমবার) থেকে শুরু হওয়া এ প্রদর্শনী চলবে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত। প্রদর্শনী সম্পর্কে আলোকচিত্রী এমএ তাহের বলেন, ‘পাহাড় আমার ভালো লাগে। পাহাড়ি জনগণের সঙ্গে আমার পরিচয়ও দীর্ঘ। তাদের জীবনযাপন, সংস্কৃতি ভীষণ প্রিয় আমার। আর সেখান থেকেই অনুপ্রাণিত হয়ে এই প্রদর্শনীর আয়োজন। যার মধ্য দিয়ে আমাদের দেশের অনান্য সাধারণ জনগণও এই ক্ষুদ্র নৃ-গোষ্ঠীগুলোর জীবন সম্পর্কে জানতে পারবে। ’
১৯৯০ থেকে ২০১৭ পর্যন্ত পাহাড়ে অর্জিত প্রায় তিন দশকের অভিজ্ঞতা আলোকচিত্রী তার এই প্রদর্শনীতে তুলে ধরেছেন। এ যেন এক খণ্ড পার্বত্য চট্টগ্রাম। গ্যালারির একেকটি দেয়ালে মুরং, পাংখোয়া, ত্রিপুরা, চাকমা, মারমাদের জীবনাচরণের পাশাপাশি উঠে এসেছে পার্বত্য চট্টগ্রামের প্রাকৃতিক রূপ-বৈচিত্র্য। এর ফলে আদিবাসীদের জীবন যাপনসহ পার্বত্য চট্টগ্রামের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যও দেখার সুযোগ পাচ্ছেন দর্শনার্থীরা।
প্রদর্শনী ঘুরে দর্শনার্থী তামিমুল ইসলাম বাংলানিউজকে বলেন, ‘এ প্রদর্শনীতে এসে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের জীবন-যাপন সম্পর্কে অনেক নতুন তথ্য জানতে পারলাম। এছাড়া পার্বত্য অঞ্চলের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যও মুগ্ধ করেছে। ’
জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী গ্যালারির উন্মুক্ত প্রাঙ্গণে এ প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকছে শনি থেকে বুধবার প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত। আর শুক্রবার খোলা থাকবে দুপুর ৩টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত।
বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৭
এইচএমএস/এইচএ