এবার দেখে নেওয়া যাক পৃথিবীর অদ্ভুত কিছু প্রাণী, যাদের দেখলে মনে হবে দুনিয়ায় আরও অনেক কিছুই দেখা বাকি।
মঙ্গোলিস্তা শুকর
এরা একধরনের গৃহপালিত শুকর প্রজাতি।
বোঁচা নাকের বানর
এদের নামই বোঁচা নাকের বানর। বৈজ্ঞানিক নাম Rhinopithecus। সোনালি রঙের বানরগুলোর বসবাস চীনের দক্ষিণাঞ্চলে। আগে ভিয়েতনাম এবং মায়ানমারেও দেখা মিলতো বিপন্নপ্রায় এ বানর প্রজাতিটির।
পেটাগোনিয়ান মারা
খরগোসের মতো মুখ ও কান, তবে এর পা-গুলো হরিণের মতো দেখতে। অদ্ভুত দর্শন এ প্রাণীটির বসবাস আর্জেন্টিনা। তৃণভোজী এ প্রাণীর ওজন ৮ থেকে ১৬ কেজি পর্যন্ত হয়ে থাকে।
মারখোর
বিশালাকৃতির এই বন্য ছাগলের বসবাস আফগানিস্তান, পাকিস্তান, কাশ্মীর, তাজিকিস্তান ও উজবেকিস্তানের কিছু কিছু অঞ্চলে। মারখোর ২০১৫ সাল পর্যন্ত ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব ন্যাচারের বিপন্ন প্রায় প্রাণীর তালিকায় ছিল। লম্বা পেঁচানো শিং প্রাণীটির অনন্য বৈশিষ্ট্য। মারখোর পাকিস্তানের জাতীয় পশু।
নীল পায়ের হাঁস
এরা এক প্রকার সামুদ্রিক পাখি। পূর্ব প্রশান্ত মহাসাগরের ক্রান্তীয় অঞ্চলে এদের দেখতে পাওয়া যায়। বংশবিস্তারের জন্য সঙ্গী খুঁজে পেতে এদের নীল পা বিশেষ ভূমিকা পালন করে। যার পায়ের রং যতো বেশি নীল, সে ততো ভালো সঙ্গী খুঁজে পায়।
বাংলাদেশ সময়: ০০৫৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৭
এনএইচটি/এএ